আমাদের কথা খুঁজে নিন

   

এ সব দেখি কানার হাট বাজার



রাজশাহী শহরে শাহ মখদুম এর মাজার নানা কারনে বিখ্যাত। জুতা চুরি,আর বাটপারি তাদের মধ্যে অন্যতম। তো একবার শবে বরাতের রাতে ঘুরতে ঘুরতে আমি আর এক বড় ভাই(সোহেল) মাজারে গেছি। এই দিনে সেখানে প্রচুর ভিড় হয়। চারিদিকে মানুষজন গিজগিজ করছে। এই চান্সে মেলা ফকির ফাকরা সেখানে জড়ো হয়। আমরা দেখলাম এক কোনায় এক ফকির বসে বসে চেচাচ্ছে "আল্লার ওয়াস্তে কানারে ভিক্ষা দেন গো বাবা" ;তো সোহেল ভাইয়া ফাজলামি করে তার থালায় ২ টাকার নোট দিয়ে ৫ টাকা তুলে নিলেন। :ভাই ২ ডা টাকা দিয়া ৫ টাকা উডাইয়া নিলেন এডা কি ঠিক হইলো? :ওরে হারামি! তুমি না চোখে দেখোনা? :ভাইরে চোখ ডারে ঢুকাইয়া রাখি যহন দরকার লাহে তহন খালি বাইর করি! তো পাঠক বুঝতেই পারছেন এসব Diplomatic কানা ফকির থেকে সাবধান থাকা প্রয়োজন। সবাই ভালো থাকবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.