আমাদের কথা খুঁজে নিন

   

নিশাচর



পাখির ডানায় সন্ধ্যা নামে সন্ধ্যা নামে গাছের পাতায় এক নিশাচর প্রস্তুতি নেয় দীর্ঘ রাত্তির একলা জাগার! দীঘির জলে চাঁদের সাঁতার দূর বাগানে জোনাক জ্বলে এই পরাণে মেঘের ছায়া দে না শ্যামা পিদিম জ্বেলে! পাহাঢ় চূড়ায় চাঁদের আলো তোর মানুষটা একলা সেথায় আয় না শ্যামা আমার চোখে তোর চোখেতে রাত্রি নামাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।