আমাদের কথা খুঁজে নিন

   

নিশাচর ও রাজকন্যা

বিদায় - পথের নয়, পথিকের...

পৌষের কোনো নিঃসঙ্গ দুপুরে, বালি-হাঁসের ডানায় ভীর করে আলাস্য ঘেরা সকাল.... এমন ক্ষনে কোনো মেঘের ডানায় তুমি হারিয়ে যাও....কেন? নিঝুম রাতে বর্ষা হয়ে ঝরবে বলে! ঘুমের রাজ্যের রাজ কন্যা, কোকিলের বুকে হিসেবি ঝড়... পেঁচার চোখে, বেনো জলে ভেসে যাওয়া অস্ত চাঁদ... হায়েনার ঠোটে দুঃখ-সুখের হাসি... আর আমি? সোনার কাঠি, রুপোর কাঠি হাতে তোমার শিয়রে... তোমার রাজ-প্রাসাদ কিছুতেই ভেঙ্গে যেতে দিব না... ঘুম আজ শুধুই বিলাসিতা... তাইতো এই আমি নিশাচর... একা জেগে আছি।||

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।