আমাদের কথা খুঁজে নিন

   

নিশাচর



একে একে নিভে গেছে আলো, সুনসান সব, লাগছে ভালোই- মেঘের ছায়া চাঁদের আলোয়, আলুথালু সব, লাগছে ভালোই।। কোলাহল নেই, কান পেতে শুনি- নীর্জনতার সুমধুর সুর, জেগে উঠোনা কেউ, ঘুমিয়ে থাকো, যেতে দাও তাকে আরো বহুদুর ।। আমি ও আমার একাকিত্ব, চুপ করে থাকি প্রহর জুড়ে, সময় যেন হয়েছে সওয়ারী, ফেলে রেখে গেছে, আমাদের ছেড়ে ।। ভালোই হল, সময় ছাড়া, প্রয়োজন নেই এই সময়ে, তাঁরাদের সাথে মিটিমিটি কথা, লাগছে ভালোই, এই বিরহে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।