আমাদের কথা খুঁজে নিন

   

তাহলে বাংলাদেশের বর্ডারে মানুষ মরছে কেন?

জীবনের আলো - অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে ...

"সীমান্তে হামলা বন্ধ না হলে দুই দেশের সুসম্পর্ক বজায় থাকবে না, পাক সেনা হামলার মোকাবিলা করতে সব রকম ব্যবস্থা নেবে ভারত" - ড. মনমোহন সিং। তাহলে কি তার মানে আমাদের সাথে বা বাংলাদেশের সাথে ভারতের ভাল সম্পর্ক নাই। তাহলে কি আসলে তিনারা আমাদের সাথে ভাল সম্পর্ক রাখতে চান না। তাহলে কি তারাq আমাদের সাথে মোকাবেলা করতিছে। এখানে আমার প্রশ্ন হল কিসের মোকাবেলা - ১৯৪৭ সালে পাকিস্তান ভারতের জায়গা নিয়ে গিয়েছিল , এখন এটাকে বাংলাদেশ বানিয়ে এই পার্ট টা ফেরত নেবার মোকাবেলা।

তাহলে কেন আমাদের বর্ডারে গত ৪০ টা বছর ধরে মানুষ মরছে। ইজরাইল ফিলিস্তিন বর্ডার বানিয়েছে ভারত আমাদের। কেন গুলি করার অনুমতি দিয়েছে। আন্তরজাতিক ভাবে বাংলাদেশ যে একটা দেশ সেই হিসেবে আচরন ভারতের কাছ থেকে আমরা পাই না। একদিকে বর্ডারে লোক মারছে অন্য দিক দিয়ে নদী আটকে দিয়ে আমাদের দেশটাকে মরুভুমি বানিয়ে ছাড়ছে।

আবার সীমান্তে ফেনসিডিলের কারখানা বসিয়ে আমাদের যুব সমাজ কে ধংস করছে। বিশাল ফাদ রে ভাই বিশাল ফাদ। একদিন এই যুব সমাজ ধংস করে দিয়ে জাতিকে ভুল পথে পরিচালিত করবে আর দেশ দখল করবে। দোয়া করি এমন যেন না হয়। না আমি ভারত বিরোধি না।

আবার আমার বন্ধু বান্ধবের ভিতরেও ভারতের লোকই বেশি। কিন্তু জীবনে আমি দেখেছি যে ভারতিয়রা আমাদের মানে বাংলাদেশীদের কোন চোখে দেখে। অবশ্য সবাই না। আমার তো ভয় লাগতাছে। বাংলাদেশ আবার যেন দিতীয় সিকীম না হয়।

আজ ১৫ আগস্ট ভারতের ৬৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন তিনি - বৃহস্পতিবার দেশটির ৬৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে নিয়ন্ত্রণ রেখায় পাক সেনার হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিয়ন্ত্রণ রেখায় পাক সেনা হামলার মোকাবিলা করতে সব রকম ব্যবস্থা নেবে ভারত। তার মতে, সীমান্তে হামলা বন্ধ না হলে দুই দেশের সুসম্পর্ক বজায় থাকবে না। যদিও প্রতিবেশি সব দেশগুলির সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার ওপরই জোর দেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই নিবেদন - অন্তত একবার এই ভাবে একি কথা আপনার মুখ দিয়ে বলুন। না হয় তারা আমাদের পায়ের তলে পিষে আমাদের মেরে ফেলবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.