আমাদের কথা খুঁজে নিন

   

‘আদালতের নির্দেশে স্বাধীনতা যুদ্ধ হয়নি, দেশের ইতিহাসও আদালতের রায়ে নির্ধারিত হবে না



বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘আদালতের নির্দেশে মহান স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়নি, দেশের ইতিহাসও আদালতের রায়ে নির্ধারিত হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন-এই সত্যটা জনতার আদালতের রায়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জিয়ার স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদের যে ষড়যন্ত্র চলছে দেশের কোটি কোটি জাতীয়তাবাদী দেশপ্রেমিক জনগণ তা সফল হতে দেবে না।’ রোববার বিকালে খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কে সদর থানা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভারত-বাংলাদেশের মধ্যে সম্পাদিত ‘সীমান্ত হাট’ চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ভারত কখনো বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করেনি। এই চুক্তির মধ্যে দিয়ে দেশীয় শিল্প-বাণিজ্যের কোন উপকার না হলেও ভারতীয় পণ্যের অবাধ অনুপ্রবেশ ঘটবে। ফেনসিডিলসহ নেশাদ্রব্যের আগ্রাসন বাড়বে, যুব সমাজ ধ্বংস হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.