আমাদের কথা খুঁজে নিন

   

‘আদালতের রায় মানতে হবে’

বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফাঁসির রায় কার্যকরে আর কোনো বাধা থাকলো না। আমাদের সবার উচিত আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখানো। ”
সবাইকে সর্বোচ্চ আদালতের রায় মেনে নেয়ার আহ্বান জানিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন তা দল-মত নির্বিশেষে আমাদের সবারই মেনে নেয়া উচিত। ”
তিনি বলেন, “আদালত দেশের প্রচলিত আইন, সংবিধান মেনেই এই রায় দিয়েছে। অস্বচ্ছতার কোনো সুযোগ নেই।


এদিকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “রিভিউ খারিজ হওয়ায় চূড়ান্ত লড়াইয়ে আমাদের জয় হয়েছে। এরপর এ ধরনের কোনো মামলায় আর রিভিউ করতে পারবে না আসামিপক্ষের আইনজীবীরা। ”

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি ফজলে কবীরের গ্রামের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “আমরা যুদ্ধে নেমেছি। এ যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। জয় আমাদের হবেই।


কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির পর গত মঙ্গলবার রাতে তার দণ্ড কার্যকরে সব প্রস্তুতির পর শেষ মুহূর্তে আসামিপক্ষের আবেদনে চেম্বার বিচারপতির আদেশে ফাঁসি স্থগিত হয়।
বুধ ও বৃহস্পতিবার সকালে শুনানির পর আসামিপক্ষের ওই আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের পর গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ তাকে মৃত্যুদণ্ড দেয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.