আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহী ওমান

রোববার দুপুরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, সাধারণ শ্রমিকের পাশাপাশি প্রায় ছয়শ’ ডাক্তার নেবে ওমান। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মন্ত্রী সম্প্রতি ৭ দিনের ওমান সফরে সেদেশের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি।


‌ওমানে জনশক্তি প্রেরণের বিষয়ে মন্ত্রী বলেন, বোয়েসেলের মাধ্যমে ওমানে সরকারি পর্যায়ে শ্রমিক পাঠানো হবে।  
ওমানের কারিগরি দল বাংলাদেশ সফরে এসে বিভিন্ন দিক পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ সরকারে সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে, বলেন তিনি।
“শুধু ওমানই নয়, বাহরাইন, জর্ডানসহ বিশ্বের অনেক দেশেই বাংলাদেশ থেকে জিটুজি পদ্ধতিতে শ্রমিক নিতে আগ্রহী,” বলেন মন্ত্রী ।
সৌদি আরব সে দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের আকামা বা কাজের অনুমতিপত্র পরিবর্তনের সুযোগ দেওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান মন্ত্রী
“আকামার সুযোগ বাংলাদেশের জন্য সৌদি আরবের শ্রম বাজার উন্মুক্ত হওয়ার প্রথম ধাপ। ”
তিনি বলেন, “সৌদি আরবের সরকার আমাদের দেশের জন্য বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে।

ফলে অবৈধভাবে যারা সৌদি আরবে রয়েছেন, তারা দেশে ফিরে  আবার বৈধভাবেই সৌদি আরবে যেতে পারবে। ”
মন্ত্রী বলেন, “২০১২ সালের ২২ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সরকার সৌদি সরকারের সঙ্গে আকামা পরিবর্তনে সুযোগের জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে। অবশেষে দীর্ঘ সময় পরে এখন তারা সেই সুযোগ দিলেন। ”
“আমরা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশী দুতাবাসে পর্যাপ্ত জনবল নিয়োগ করে এ সুযোগটি কাজে লাগাতে চাই,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষন ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন্নাহার উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.