আমাদের কথা খুঁজে নিন

   

কথামালার গুচ্ছ গুচ্ছ মেঘ - ৮

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

সকালে গন্তব্যহীন এক পথের উদ্দেশে যখন যাত্রা শুরু করেছিলাম তখন ঘুণাক্ষরেও কি ভাবতে পেরেছিলাম তার শুরুটা এমন রোমাঞ্চকর হবে। মনের সুরে সুরে হৃদয় গহীনের গান গাইতে গাইতে ভাবছিলাম হারিয়ে যাব কোন এক অজানায়। পথই নিয়ে যাক আমাকে যেখানে খুশী। কিন্তু এইভাবে! যাকে একপলক দেখার জন্য উৎসুক হয়ে ছিলাম এদ্দিন, সেই মিথিলার সাথে পথিমধ্যে দেখা।

মিথিলা! একটা হার্টবিট মিস করে ফেলেছিলাম। জীবনের আস্বাদন নিব বলে বেড়িয়েছিলুম। কিন্তু জীবন আমাকে একি উপহার দিল। সুনীল আকাশের ফাঁকে ফাঁকে ছেড়া ছেড়া মেঘের আনাগোনা এবং গাছ গাছালির পাতায়-পাতায় নানা রঙের এমন সাজুগুজু দেখে মনে এমনিতেই দোলা লেগেছিল আর এখন তাকে দেখার পর সবকিছুতে যেন মাতাল করা এক সুর জড়িয়ে গেল। এই মাদকতা, এই আসক্তি, এই মুহুর্ত প্রণতি তোমাকে হে প্রাণেশ্বর, প্রণতি এমন একটা দিন দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছ বলে।

কানে তখন সনু নিগাম উজার করে গাইছিল "দু নিশানিয়া"। গানটা নীচে দিলাম। আজিকের এই শব্দাঞ্জলী আমার হৃদয় বেদীতে আমি নিবেদন করে গেলাম আমার শব্দের ঈশ্বরের তরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।