আমাদের কথা খুঁজে নিন

   

কথামালার গুচ্ছ গুচ্ছ মেঘ - ৪

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

দিন কয়েক বাদেই পরীক্ষা অথচ পড়াই মন বা ইচ্ছে কোনটায় নেই। সোফায় আরাম করে গা এলিয়ে দিয়ে চ্যানেল ওয়ানে নিউজ দেখছি। নিউজ দেখবো কি খবর পাঠিকা মারিয়া হোসেনের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে কি বলছে তার কিছুই মাথায় ঢুকছে না । মেয়েটা এমনিতেই আহামরি কিন্তু তার উপর মুখে এমন করে এনামেলের প্রলেপ লাগানোর কি দরকারটা ছিল! তার খবর পাঠ করার ভঙ্গীটায় মুগ্ধ করে খুব।

থাক্‌ এর বেশী কিছু বললে নির্ঘাত আমাকে কথা শুনতে হবে রবিঠাকুরের নৌকাডুবি পড়ছিলাম খেতে খেতে। এইটা এবং এর আগে গোরা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল রবিবাবু উপন্যাস লেখার ক্ষেত্রে বাংলার প্রসিদ্ধ বেশ কজন উপন্যাসিকের পেছনেই পড়ে গেলেন। টুকরো টুকরো ভাবে বেশ কিছু উপমা বা দারুণ কিছু কথা হয়তো আছে কিন্তু সব মিলিয়ে উপন্যাসের যে কাহিনী প্রবাহ বা গাথুঁনী দরকার তার অভাব বোধ হয়েছে। অবশ্য উনার অন্য কয়েকটা উপন্যাস পড়ে মুগ্ধ হয়েছি বরাবরের মতোই। মুভি দেখবো বলে ডাউনলোড করে রেখেছি একটা মুভি।

জ্বী না নাম বলছিনা (কে জানে বাবা কে আবার কাহিনী ফাঁস করে দেয়)। তিনদিনের ছুটি কাল থেকে। পড়ার জন্য আহা উহু করতে করতে মুভি দেখার অবসর নিশ্চই মিলবে । আজ ভেবে দেখলাম পড়ার কথা উঠলেই মন রাজ্যের সব সমস্যা সমাধান করার ভার আমার উপর চাপিয়ে দেয়। অবশ্যি সে সব সমস্যার মনে মনে এক প্রকার সমাধান করে বেশ একটু ফূর্তি ফূর্তি অনুভব যে করিনা তা নয় কিন্তু কথা হচ্ছে পড়া বাবাজী এই সুযোগে গিয়ে উঠেন তালগাছের আগায়।

এখন অনুনয় বিননয় করে তাকে নামাতে হবে। কাব্য করার একটা ঝোঁকও মাথাছাড়া দিয়ে উঠছিল কিন্তু সেই কাব্যের এক লাইন ধরা দিয়েই বাকীসব অধরা রয়ে গেল। সেদিন দেখছিলাম "সাহেব, বিবি অউর গোলাম" এবং "পাকিজা"। দুটোই হিন্দী ক্লাসিক। পাকিজার গান আর নৃত্যের কীর্তন যদি গাই তবে সাহেব বিবি গোলামের গুণগান সব গাওয়ার জন্য কীর্তনের জলসা বসানো লাগবে।

পুরাই উরাধুরা যাকে বলে। পাকিজা রিলিজ হওয়ার হপ্তাখানেক পরেই মীনা কুমারী মারা যায় । এই মুভিতে মীনা কুমারীর নাচ আর লতা মঙ্গেশকারের গানগুলো তো মুভির স্বর্ণখাতায় জ্বলজ্বল করবে। ট্রেইলার দেখে নিজেই দেখে নিন কোন গানের কথা হচ্ছে। IMDB-র রেটিং ৭.২ পাকিজা ট্রেইলারঃ পাকিজা দেখুন অনলাইনে ... সাহেব বিবি অউর গোলামে মীনা কুমারী, গুরু দত্ত এবং ওয়াহীদা রাহমান পুরা ফাটিয়ে ফেলেছেন।

গান প্রায় সবই বলতে গেলে বিখ্যাত। নীচে আমার সবচে পছন্দের গানটি দিলাম। IMDB-র রেটিং ৮.৪ সাহেব বিবি অউর গোলাম দেখুন অনলাইনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।