আমাদের কথা খুঁজে নিন

   

চিচিং ফাঁক ও ছড়া



আলিবাবা, ও বাবা, বলো, ‘চিচিং ফাঁক’- চল্লিশ ডাকাত আসার আগেই বলো ‘চিচিং ফাঁক’- চোরাগুপ্ত লুটের ভান্ডার দিচ্ছে তোমায় ডাক! আলিবাবা, মনিমুক্তোয় বস্তা তোমার ভর- চল্লিশ ডাকাত ঢোকার আগেই গুহা তাদের ছাড়; টাকা-পয়সা সোনা-জহর পেয়ে বাবা- হয়ো না অবাক, বলো মন্ত্র, ‘চিচিং ফাঁক!’ বাবা, শুধু মনে রেখো মন্ত্র, ‘চিচিং ফাঁক’ তোমার আপদ-বিপদ দুঃখ-কষ্ট দূরে চলে যাক! আলিবাবা, তোমার লটে কি যে আছে জানে ভবিষ্যৎ- দান-খয়রাত করো কিছু থেকো তুমি সৎ! হারি বাবা, তাড়াতাড়ি! খুরের আওয়াজ পাই- চল্লিশ ডাকাত আসছে তেড়ে সময় বেশী নাই! ঐ শোনো ডাকাত-সর্দার ছাড়ছে জোরে হাঁক- আলিবাবা, আবার বলো মন্ত্র, ‘চিচিং ফাঁক!’ ছড়া শত্রু নয় দুর্বল, শত্রু নয় মূর্খ - শত্রু অতি ধূর্ত, শত্রু সেয়ানা ফাঁদপাতা ব্লগে, শহর-বন্দর-গ্রামে তার অনাবিল আনাগোনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।