আমাদের কথা খুঁজে নিন

   

পরিবার পরিকল্পনা পরিদর্শকের ১১ সন্তান!



কক্সবাজারের পেকুয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিদর্শক সাহাব উদ্দিনের সন্তান সংখ্যা ১১ জন। দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করছেন। এ কর্মকর্তার সন্তান সংখ্যা কেউ বলছেন ৯ জন, কেউ বলছেন ১১ জন। তিনি তার সন্তান সংখ্যা ৯ জন বলে জানিয়েছেন। অবশ্য তিনি কর্মস্থলে দেয়া সর্বশেষ তথ্যে তার সন্তান সংখ্যা ৫ জন বলে উল্লেখ করেছেন।

সাহাব উদ্দিন বলেন, আমার সন্তান সংখ্যা একটু বেশি। আর এটি নিয়ে অনেক কথা শুনতে হয়। একজন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হয়ে নিজেই অপরিকল্পিত পরিবার করেছেন জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর হুকুমের উপর কারো হাত নেই। আমার সন্তান বেশি হলেও আমার কোন সমস্যা হচ্ছে না। এ ঘটনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে তদন্তও হয়েছে।

তদন্ত প্রতিবেদনে তার সন্তান সংখ্যা ৯ জন বলে উল্লেখ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, নিজের পেশা ও কর্মের পরিপন্থি অতিরিক্ত সন্তানের পিতা হওয়ায় বহুবার পেকুয়া উপজেলা আইন শৃংখলা উন্নয়ন ও সমন্বয় সভায় তিরস্কারের শিকার হয়েছেন তিনি। কিন্তু এরপরও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেননি। জানা যায়, তিনি ১৯৭৭ সালে চাকরিতে যোগদান করেন। তার ১১ সন্তান নিয়ে দীর্ঘ দিন ধরে সমালোচনা হলে উপজেলা ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর তার পারিবারিক বায়োডাটা জমার নির্দেশ দেন।

এ প্রেক্ষিতে তিনি ৫ সন্তানের তথ্য জমা দেন। কিন্তু সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাফ্‌ফর আহমদের নেতৃত্বে গঠিত তদন্ত টিম সরেজমিনে পরিদর্শন করে তার সন্তান সংখ্যা ৯ জন উল্লেখ করে প্রতিবেদন জমা দেন। প্রতিবেশী সূত্রে জানা গেছে, তার ১১ সন্তানের মধ্যে ২ জন মারা গেছে। এ ব্যাপারে পেকুয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী জানান, তার ব্যাপারে মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি।

Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.