আমাদের কথা খুঁজে নিন

   

চুলের যাদুকর নীলফামারীর রবিউল !!!!

পরমাণু বোমা মুক্ত বিশ্ব চাই !
চুল নয়, যেন মজবুত একটি রশি। যাদু নয়, একটি বাস্তব ঘটনা। চুল দিয়েই চলে একটি মানুষের পুরো সংসার। রাত-বিরাতে, দেশ-দেশান্তরে শারীরিক কসরত আর চুলের খেলা দিয়ে চলে নীলফামারীর চুলের যাদুকর খ্যাত রবিউলের। সহজ সরল বেশভূষার লিকলিকে ছেলেটি হেলে-দুলে যখন আসেন উন্মুক্ত শো করতে তখন নড়ে চড়ে দাঁড়ান সকলে।

হাজারো চোখ সার্জ লাইটের মতো স্থির হয়ে যায় ছেলেটার দিকে। মাথায় বড় বড় চুল না থাকলেও ছোট চুল দিয়ে জয় করেছেন অগণিত মানুষের ভালোবাসা। চুলের সাথে দড়ি বেঁধে গাছে দোল খাওয়া। তিন তলা ভবন থেকে চুলে দড়ি বেঁধে ওঠানামা। চুলে সাইকেল বেঁধে চাকচড়কের মতো ঘোরানো, চরকায় চুল বেঁধে হাতে লালসবুজের পতাকা নিয়ে দোল খাওয়ানো।

চুলে রশি বেঁধে দীর্ঘ ৩ কিলোমিটার পথ পারি দেয়ার দৃশ্য সকলের চোখ আরো চক চক করে ওঠে। চমকৃত হোন ছেলেটি যখন ৫ টনের একটি ট্রাক চুলে বেঁধে টেনে নিয়ে যান। তখন মানুষের বিস¦য়ের আর সীমা থাকে না। একহাত নয় দশ হাত নয় একবারে আধা কিলোমিটার সড়ক জুড়ে ট্রাকটি যখন টেনে নিয়ে যায় রবিউল। রবিউল এইসলাম এখন আর ট্রাক টেনে তার মনে দোলা দেয়না।

সে এখন আস্তো একটি রেলগাড়ির বগি টেনে দেখাতে চান তার ছোট চুলের কারিশমা। ইদানিং হেলিক্টারে চুল বেঁধে ঝুলে হাতে লাল সবুজের পতাকা নিয়ে গোটা দেশ ঘোরার স্বপ্ন দেখেন। View this link
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।