আমাদের কথা খুঁজে নিন

   

ভিক্ষা লম্পট

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

ভিক্ষা লম্পট, তোমাতে আগ্রহ নেই আমার এরাবিয়ানসের অন্ত:স্থ পনিরের মত গলগল লালা যা তোমার চেতনায় এবং যুগপৎ শরীরে বয়ে চলে অবিরাম আমিও তার সামাজিক উত্তরাধিকার কিছু আরোপিত সংবেদন ছাড়া আদতে আক্ষেপ নেই শক্তিমানের থাকেও না কখনো ফলত, পর্যবেক্ষণ আছে ঐ যারা টেবিলের ওপাশে তোমাকে শুনছে, মাপছে যাদের বিছিয়ে তুমি টপাটপ কামড়ের কল্পনা কোরছো বাইট! বাই বাইট! আর গরম পনিরে ভিজে উঠছে তোমার শিহরিত জিহ্বা সম্পূর্ণ ও’টার অধিকারী হওয়া কেমন তা আমি জেনে গেছি আগেই টেবিলের ঐ পাশে যারা তোমাকে দিয়েছে জায়গা একটা সম্ভাব্য কুকুর আর একটা অদৃশ্য বেল্টের মালিকানা হাতে তাদের প্রতি, পর্যবেক্ষণ আছে তুমি কোথায় বসাতে চাও কামড় কতক্ষণ ধ’রে রাখ চাপো, পেষো সেসবের হিসেব তাদেরও আছে তারা যে পিৎসামাত্র নয় সেই হিসেব ও তাই ঈর্ষা ঝড়ে পড়ে শুকনো গুড়ো মরিচের মত তারাও মালিকানা বোঝে তারা যে মোটা বইয়ের সুক্ষ সংবেদন খোঁজে জেনে জেনে রেগে ওঠে এইসব নিয়ে, আমার পর্যবেক্ষণ আছে তারা গভীর মমতায় শ্রদ্ধা লাম্পট্যের কথা বলে কি ভেবে যেন আত্মবিশ্বাসী হয় আর গোপন খেলা করে খেলা করেনা বলে যোগাযোগে যায় যোগাযোগে যায় না বলে অস্তিত্ব করে তোমার আদিমতম খেলার মতই ভিক্ষা লম্পট তাই তারা পর্যবেক্ষণে আছে এছাড়াও তারা পর্যবেক্ষণে আছে কেননা নিষ্ঠুরতম ইতিহাসের প্রকাশ্য দাগবাহী তারা মানব রক্তের নৃশংস ক্ষুরের দাগবাহী তারা এলোমেলো বিশৃঙ্খল দৃশ্যের দাগবাহী তারা না-মোছা দাগের, দাগবাহী তারা তাই ভিক্ষা লম্পট তোমার প্রতিটি চাল পর্যবেক্ষণে আছে তাই শ্রদ্ধা লম্পট তুমিও পর্যবেক্ষণে আছো তাই দগদগে দাগী’ রা তোমরাও পর্যবেক্ষণে আছো সময় আসছে হে পিৎসাখেকোর দল শেষ হবে অনন্ত অপেক্ষা আমার পিৎসা ফেলে দিয়ে একদিন নিশ্চয়ই তোমরা লালা আর দাগের হিসেব বুঝবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।