আমাদের কথা খুঁজে নিন

   

মাইর হবে মাগার .................



আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথায় বলি “তোরে দেইখা নিমু, তোর খবর আছে!” এখন এই ডিজিটাল যুগে যখন কোনো সংবাদ সরবরাহ করা হয় তখন সংবাদের আস্বস্ত সুত্রও দিয়ে দিতে হয়. যেমন কয়টার খবর, কোন চ্যানেলের খবর, নাকি ওয়েবসাইট-এর খবর, নাকি ফেসবুক ফ্যান পেজের খবর ইত্যাদি. সেই হিসেবে যখন কাউরে হুমকি টাইপ কিছু দেওয়া হচ্ছে তখন তাকেও এই সোর্স বলে দিলে মনে হয় ভাল হয়. যেমন: “তোর খবর আছে” না বলে যদি বলি “তোর বিটিভি’র ৮টার খবর আছে!” তাইলে বুঝা যাবে খবর তেমন সিরিয়াস কিছু না. হয়ত পাড়ার বড় ভাই-টড় ভাই নিয়া মিটমাট করাই নিলে হবে. আর যদি বলি “তোর পরথম আলুর খবর আছে!” তাইলে একটু টেনশনের ব্যাপার কারন ঘটনা কিছু হইবে আবার নাও হইতে পারে. কিন্তু যদি বলি “তোর এটিএন/সময়/ইনডিপেনডেন্ট এর খবর আছে!” তাইলে ধরে নিতে ভালো হউক খারাপ হউক হবে একটা কিছু, যদি আমার পক্ষে যায় সারা দুনিয়ার মানুষরে ফলাও কইরা যানামু আর যদি আমার বিপক্ষে যায়, মুখে কুলুপ আইটা পলায়ন. সারসংক্ষেপ: মাইর হবে মাগার সাউন্ড তখনই হবে যখন আমি মাইর দিমু.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.