আমাদের কথা খুঁজে নিন

   

মাইর খায় ছাত্রলীগ

কোথায় তাকে থামতে হবে - সীমালঙ্ঘনকারী তা কখনোই বুঝতে পারে না । প্রতিটি দুর্দশার মূলে রয়েছে ব্যাক্তির বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন ।

কিছুক্ষণ আগের (মাইর খায় ছাত্রলীগ) পোষ্টটি পড়ে আমার অনেক আগের একটা ঘটনা মনে পড়ে গেল । সময়টা ৯২ অথবা ৯৩ সাল, তখন আমি অষ্টম অথবা নবম শ্রেণীতে পড়ি । টিভিতে যেমন রেসলিং দেখতে ভাল লাগত তেমনি বাস্তবের মারামারি ও দোখতে ভাল লাগত ।

একদিন আমি আমাদের থানা সদরের একটি টেইলারের দোকানে গিয়েছি, দোকানটা একটা মসজিদের সোজাসোজী সামনে রাস্তার অন্য পাশে দোতলায় । বসে আছি , এমন সময় দেখলাম ছাত্রলীগের একটা মিছিল যাচ্ছে রাস্তা দিয়ে, মিছিলে ৩০/৩৫ টা ছেলে । মসজিদের সামনে দাড়ানো আরো ৮/১০ টা ছেলে, ওদের বেশ দেখেই মনে হয় ওরা শিবির করে । মিছিলটা যখন মসজিদ ক্রস করছিল তখন ওরা শিবির কে উদ্দেশ্য করে একটা গালি দেয় । মিছিলটা একটু সামনে চলে যাওয়ার পর মনে হল শিবিরের এই ৮/১০ টা ছেলে নিজেদের মধ্যে কিছু আলোচনা করে নিল ।

যেহেতু আমি রাস্তার অন্য পাশের দোতলায় তাই কথা শুনতে না পেলেও ওরা যে কিছুর পরিকল্পনা করছে তা বুঝতে পারলাম । প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর মিছিলটা যখন আবার ফিরে আসল তখন ও টিক আগের মত ছিড়িয়ে ছিটিয়ে দাড়িয়ে থাকল । টিক সামনে এসে মিছিল থেকে ঠিক আগের মত গালি দিল । চোখের পলকে শিবিরের এই ৮/১০ টা ছেলে পাশের একটা দোকানের সামনে রাখা পেপসির বক্স থেকে একটা করে বোতল হাতে তুলে নিয়ে মিছিলের সামনে দাড়িয়ে পড়ল । এমন পরিস্তিতির জন্য মনে হয় মিছিল কারিরা প্রস্তুত ছিল না ।

মারামারি ত দুরের কথা বোতল হাতে শিবিরের ছেলেগুলাকে সামনে দেখে ও মিছিল ফেলে পিছন দিকে বোঁ দৌড় । শিবির তাদেরকে কিছুদুর ধাওয়া করে ফিরে আসল । আজকে আবার শুনলাম ছাত্রলীগ মার খেয়েছে । যাদের এমন বুকের পাঠা যারা ৮/১০ জন শিবির দেখে ৩০/৩৫ জন রণে ভঙ্গ দেয়, তারা মার খাবেনাতো খাবে খে ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.