আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞান ও কারিগরি শিক্ষা



শিক্ষা বলতে বলতে সাধারন মানুষ বুঝে বিদ্যালয় কিংবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পুথিগত জ্ঞানার্জন। কিণ্ড বর্তমান সময়ে শিক্ষা শুধুমাত্র পুথি পুস্তকের মধ্যেমেই সীমাবদ্ধ এ কথা শিক্ষাবিদরা বিশ্বাস করেন না। ‌Education শব্দটির অর্থ হচ্ছে কোন কৌশল আয়ত্ত করা। প্রাচীনকালে মানুষ বেচে থাকার জন্য এরূপ অনেক তথ্য আহরন করত। আর সে তথ্যের আলোকে শিক্ষার বিজ্ঞানসম্মত অর্থ হলো জীবনের নতুন অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আমাদের আচরনে পরিবর্তন আনয়ন করে এবং নতুন আচরনের সৃষ্টি করে।

শিশু ভূমিষ্ট হবার পরক্ষনেই তার জীবনের প্রতি পদক্ষেপে আয়ত্ত করে নিত্য নতুন কলাকৌশল, চলে বিকাশের লীলাখেলা, আর তার শেষ হয় মৃত্যুতে। যেখানে শিক্ষা সম্বন্ধে সাধারন মানুষের রয়েছে ভ্রান্ত ধারনা সেখানে কারিগরি শিক্ষাতো আরও ব্যাপার আর তাই কারিগরি শিক্ষা সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে কারিগরি শিক্ষা কি ? কারিগরি শিক্ষা হলো সেই শিক্ষা যা শিক্ষার্থীকে বাস্তব জীবনের সাথে সঙ্গতি রেখে প্রত্যক্ষ জীবিকা অর্জনে সহায়তা করেৰ। এ কথা অনস্বীকার্য যে, আমাদের দেশকে আলোকময় নতুন বিশ্বের সাথে তুলনা করতে হলে চাই বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার। আর এ ব্যাপারে আমাদের শিক্ষা ব্যবস্থায়ও হয়েছে অনেক নতুন সংযোজন। এখন দরকার সে সংযোজনের সুশ্ঠ ব্যবস্থাপনা ও তার প্রয়োগ।

পুথিগত বিদ্যার লড়াই ও কৃত্তিম আর্দশের ঝুলিতে আমরা যতটুকু অগ্রসর হয়েছি,ততটুকু অগ্রসর হতে পারেনি কারিগরি বিদ্যায়। সুতরাং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন কারিগরি শিক্ষার। প্রয়োজনের তুলনায় যথার্থ না হলেও আমাদের দেশে রয়েছে কারিগরি প্রতিষ্ঠান, অধিকাংশ বিদ্যালয়ে রয়েছে বিজ্ঞান শাখা। বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় ছাত্র/ছাত্রীদের আগ্রহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক শ্রেণীর সার্টিফিকেটধারী শিক্ষিত সমজ। একজন মেধামী ছাত্র কারিগরি শাখায় পড়তে চাইলে তার আগ্রহকে ভিন্ন খাতে ঠেলে দেয়া হয়।

তাদের এ আচরনের যেদিন পরিবর্তন হবে সেদিনই শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কেবল ডিগ্রী আর চাকুরী লাভের চিন্তা না করে দু’হাতে তুলে নিবে মেশিন টুলস‌‌। আর তখনই আড়াই কোটি বেকার যুবকের পাচঁ কোটি হাত হবে শক্তিশালী, তবেই সম্ভব হবে আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.