আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞান ও কোরআন



আমাদের এই জগৎ সংসারে সবকিছুই পরিবর্তনশীল। এর গতিধারা সময় সাপেক্ষে ভিন্নতর। বিজ্ঞান পরিবর্তনশীল। পরিবর্তনের এই ধারা আমাদের জন্য সুফল বয়ে আনে। আবার কখনো অনিশ্চয়তায় ফেলে দেয়।

বর্তমানের বৈজ্ঞানিক মতবাদ একশত বছর পূর্বের মতবাদের সাথে মেলে না। আবার এখন থেকে একশত বছর পর যা বলা হবে তা নিঃসন্দেহেই বর্তমানের সাথে মিলবে না। তাহলে কিভাবে আমরা এর একটা প্রমানের উপর আস্থা আনতে পারি। ""অতএব, অবিশ্বাসীদের কথা মানিও না- বরং কোরআনের বলে শক্তিশালী হইয়া সংগ্রাম কর। "" [সূরা ফোরকান] বহুকাল আগে থেকে বৈজ্ঞানিক মতবাদে জেনে আসছি যে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে।

আর সূর্য স্থির। এ কথা আমরা বরাবর মেনে আসছি। কিন্থু বাস্তবতাকে আমরা কয়জন'ই বা জানি? আমরা কি জানি না যে, আমাদের বিজ্ঞান নিজে নিজে কিছু আবিস্কার করতে পারে না। তার আবিস্কারের জন্য তার কিছু সহায়ক বস্তু বা রে্ফারেন্স দরকার। কিন্তু পবিএ কোরআন; যা সর্বস্তরের সন্ধান দাতা।

সকল বিজ্ঞান ও সকল আবিস্কারের আবিস্করক। আর এই কোরআনের আবিস্কারক মহান আল্লাহ্‌ তা'আলা। সেই কোরআন বলছে..... ৩৮/ "এবং সূর্য তাহার নির্দিষ্ট কক্ষে পরিক্রমন করিতেছে। ইহাও সেই মহাপরাক্রান্ত মহাজ্ঞেনীর মহাবিধান। " ৩৯/ "এবং আমি চন্দ্রের জন্য নির্দিষ্ট স্থানসমূহ নির্ধারিত করিয়া দিয়াছি-যে পর্যন্ত উহা পূরাতন খর্জুর শাখার ন্যায় পূনরাবর্তিত না হয়।

" ৪০/ "সূর্যের এমন সাধ্য নাই যে চন্দ্রকে প্রাপ্ত হইবে অথবা রজনী দিবস কে অতিক্রম করিবে এবং উহারা প্রত্যেকেই নভোমন্ডলের মধ্যে পরিক্রম করিতেছে। " আল-কোরআন[সূরা ইয়াছিন(৩৬:৩৮-৪০)] এখান থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে, সূর্য স্থির নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.