আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বব্যাপী পানি সংকটের জন্য দায়ী বলিউড



বিশ্বব্যাপী চলছে নিরাপদ এবং সুপেয় পানির সংকট ৷ আর এই সংকটের অবসান কল্পে চলছে কতই না চেষ্টা ৷ বিজ্ঞানীরাও ব্যস্ত এই সংকটের তত্ত্ব তালাশে ৷ এই বিষয়ে নানা অনুসন্ধান সংবাদপত্রগুলোরও ৷ পাকিস্তানের উর্দু ভাষার দৈনিক জং গতকাল মঙ্গলবার এ ধরণের একটি সংবাদ পরিবেশন করেছে ৷ যে সংবাদে তাদের ভাষ্য, ধরিত্রীর এ জলসংকটের জন্য বলিউডের সিনেমাগুলো দায়ী ! বিশ্বাস করুন আর নাই করুন এই সংবাদই জানিয়েছে জং ৷ নানা ধরণের হিসাব নিকাশ দিয়েছে তারা ৷ বলেছে, বলিউডের সিনেমাগুলোতে পানির মতো যেমন অর্থ খরচ হচ্ছে, তেমনি পানিও খরচ হচ্ছে দেদারছে ৷ আর এটা নাকি বলিউডের প্রযোজক-পরিচালকদের অভ্যাস-মন্তব্য তাদের ৷ এ ক্ষেত্রে বেশ কিছু উদাহরণও পাঠকদের সামনে উপস্থাপন করেছে জং ৷ চলতি সময়ে সুপারহিট সালমান খান অভিনীত ছবি ‘দাবাং’-এর একটি দৃশ্যে নতুন নায়িকা সোনাক্ষী সিনহা বৃষ্টিতে ভিজেছেন ৷ আর এই ভেজার কাহিনীটি চিত্রায়ণ করতে ১ লাখ ৮০ হাজার লিটার পানি খরচ করতে হয়েছে ! আরও কয়েকটি উদাহরণ দিয়েছে তারা ৷ ২০০৭ সালের বন্যার উপর একটি ছবিতে নাকি খরচ করা হয়েছে ৩৬ লাখ লিটার পানি ৷ আর শাহরুখ খান অভিনীত ‘মাই নেম ইজ খান’ ছবিতে নাকি খরচ করা হয়েছে ২৪ লাখ লিটার পানি ৷ ছবিতে ব্যবহৃত এই পানি নাকি সাধারণ পানি নয় ৷ মানে নদী থেকে নিয়ে এলাম আর ছেড়ে দিলাম এমনটা নয় ৷ এগুলো যথাযথভাবে পরিশোধন করা এবং জীবাণুমুক্ত ! ফলে এই কাজেও ব্যাপক অর্থ খরচ হচ্ছে৷ আর এ ধরণের সুপেয় পানি নাকি ভারতের অনেক মানুষই পাননা, জানাচ্ছে জং ৷ অবশ্য জেমস ক্যামেরনের টাইটানিককেও টেনে এনেছে তারা ৷ তুলনা করে জানিয়েছে, ঐ ছবিতে নাকি খরচ হয়েছে মাত্র সাড়ে চার লাখ লিটার পানি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.