আমাদের কথা খুঁজে নিন

   

তাইতো বলি, সাধু সাবধান



দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় পাশাপাশি তিনটি সংবাদ। ‘মোট গ্রেপ্তার ৭৩, পোড়া ট্রেনের নমুনা ঢাকায়’ এক কলাম সংবাদরে পাশে, ; ‘সাত কর্মদিবসেই অভিযোগপত্র’ দুই কলামের সংবাদ। তারপর এক কলামের সংবাদ হচ্ছে ‘গ্রেপ্তার একজনই, পুলিশ বলছে, আসামিদের পাওয়া যাচ্ছে না’। প্রথম সংবাদ সিরাজগঞ্জে ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ সর্বমোট ৭৩ জনকে গ্রেপ্তার করেছে। পরের সংবাদ কুমিল্লা যুবদলের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় ৪১ জন যুবদল সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল।

আর তারপরের সংবাদ নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নুর হত্যা মামলার এজাহার নামীয় ২৬ আসামির হদিস মিলছে না। পাশাপাশি তিনটি সংবাদই বলে দেয়, আমাদের রাজনীতি কতটুকু সংকীর্ণ হয়েগেছে। আর প্রশাসন কতটুকু রাজনীতির অনুগত দাস। এই দেশে প্রতিনিয়ত সুশাসন সুশাসন বলে চিৎকার করলেও সুশাসন আসবে কি করে। সাধারণ জনগণের মুক্তির দিন মনে হয় সুদূর পরাহত।

বর্তমান গণতান্ত্রিক সরকার এই বিষয়টি উপলব্ধি করলেই দেশ ও জাতির মঙ্গল। না হয় এদেশে আবার স্বাধীনতা বিরোধীদের জয় ধ্বনি শুনতে হবে আমাদের অনিচ্ছা সত্ত্বেও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.