আমাদের কথা খুঁজে নিন

   

"হুজুগে" বাঙ্গাল তাইতো, আমরা কাঙ্গাল""

প্রতিবাদী কণ্ঠে বলতে চাই । আমি বাংলার সিংহ ॥ যেই দিন দেলোয়ার হোসেন সায়েদীর ফাঁসির রায় ঘোষণা হয় সেই, দিন সন্ধ্যায় আমি আমার নয় বছরের ছেলে ওসমানকে নিয়ে মিরপুর এক নাম্বারে ফ্রিস্ন হোটেলে বসে।একটি পোঁড়া মুরগি খাচ্ছি হঠাৎই বাহিরে বিকট শব্দ মানুষ এইদিক সেইদিক ছুটা ছুটি করছে মহত্যের মধ্যে দোকান পাঠ সব বন্ধ হয়ে গেলো শুধু একটাই আওয়াজ আসছে , আসছে । আর কি করব বাপ বেটা একটা রিক্রায় ছড়ে বসলাম, এবং রিকশাওয়াল ভালোই ছিল কোন কথা না বলেই রিকশা আগে টানদিলো আমার গনত্ব হলো আরাম বাগ তারপর রওনা দিলাম ওসমান নয় বছরের অনেক ভয় পেয়েছে কোন কথাই বলতে চায় না রাস্তায় একের পর এক সাটার পড়তে শুরু করলো আমি হতবাক হয়ে শুনে দেখছিলাম কেউ জিজ্ঞাসা করলে আমি বলতে থাকি কিছুই হয় নেই এক নাম্বারে সামান্য একটা ককটেল ফুঁটেছে কেউই আমার কথা শুনতে চাইছে না ওরা শুনেছে এইদিকে আসছে আসছে কে আসছে তার উত্তর কেউই দিতে পারে না ছেলেটিকে বললাম বাবা ডরের কিছুই নেই তুমি কিন্তু ভয় করণা ছেলেটাকে বললাম বাবা এটাই "হুজুগে বাঙালি শুনতেই এমন অবস্হা ছেলে আমায় প্রশ্ন করলো বাবা "হুজুগে বাঙালী কি ? আমি তাকে বুঝিয়ে বললাম,যেমন তোমাকে যদি কেউ এসে বলে কাঁক তোমার কান নিয়ে গেছে আর তুমি সেই লোকের কথা বিশ্বাস করে নিজের কানে হাতে না দেখে কাঁকের পিছু দোঁড়ানো এটাকে "হুজুগে বাঙালী বলে দ্বিতীয় । হেফাজতে ইসলামের লংমার্চে যারা এসেছেন এরাও হুজুগে বাঙালীর মতো সেখানে ৩০% জীবনে কখনো ঢাকায় আসেনি শুনেছে নবীকে নিয়ে কুঞ্চিত বাক্য বেলছে কে বলেছেন ? কখন বলেছেন সেটাও জানতে চায় নাই ।আন্দোলনের কাজ সারবে ঢাকায় আসার ইচ্ছেটাও পুর্ণ হলো । সব শেষে সবাইকে (নববর্ষ সবার জন্য শুভ হোক )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।