আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তাগাছার মন্ডা আর রাজবাড়ীর গল্প !!!

shamseerbd@yahoo.com
যারা জমিদার বাড়ী দেখতে যাবেন তাদের জন্য একটা ক্ষুদ্র তথ্য- ঐখানে রক্ষিত সিন্দুকটিতে হাত ছোঁয়াতে ভুলবেননা। লোকমুখে প্রচলিত বিশ্বাস হচ্ছে এর ভিতরে প্রচুর পরিমানে সোনাদানা হীরা জহরত আছে। সৌভাগ্যবান অর্থাৎ যার কপালে এটি আছে তিনি হাত ছোঁয়ানো মাত্রই নাকি সিন্দুক খুলে যাবে, অনেক ট্রাই করেও যেটা আজও খোলা সম্ভব হয়নি !!! আফসোস এই খবরটা আমরা জানলাম রাজবাড়ী থেকে বের হবার পর, নিজেদের ভাগ্য আর পরীক্ষা করা হলনা !!!! তিন দিনের ছুটিতে কোথায় যাওয়া হবে এই নিয়ে বন্ধুমহলে ব্যাপক তোলপাড় হয়ে গেল। নানা মুনীর নানা পথ শেষে সিদ্ধান্থীনতায় আড্ডা পন্ড। রংপুরের দিকে যাওয়া হয়নি তাই আমার মাথায় ঘুরছিল ঐ দিকে যাবার চিন্তা, কয়েকজন রাজিও হল।

যাওয়ার আগের দিন একজনের চোখ উঠা (কংজাংটিভাইটিস) আর তার অনুরোধে শেষমেষ কোন দিকেই না গিয়ে বাসায় বসে থাকার ডিসিশান নিয়ে ফেললাম। কিন্তু এটাও ঠিক এভাবে বসে থাকতে ভাল লাগছিলনা যাক আসার আলো হয়ে দেখা দিল ব্লগার সাঁঝবাতির রূপকথা, ফোন দিয়া বলল ভাই চলে আস ময়মনসিংহ, আমরা কয়েকজন আছি । যাব রাজি হয়ে যাবার পরই একে একে ফোন দেয়া শুরু করল ব্লগার হিমেল, সৈকত-যেন সকাল সকাল পৌঁছে যায়। সবাই ভার্সিটির ছোট ভাই। বন্ধু আফজাল সহ রওয়ানা হলাম সেই পথে।

বাস থেকে নামতেই সাঁঝবাতির আলিঙ্গন । হাজির হল হিমেল ও। মাথায় ঘুরছে মুক্তাগাছার মন্ডা !!!! এই জিনিস আগেরবারও মিস করেছিলাম, এইবার আর করা যাবেনা। সাঁঝবাতি জানাল মুক্তাগাছায় একটা পরিত্যক্ত জমিদার বাড়ী আছে- আমাদের গন্তব্য ঐ খানে। একে একে দেখা গেল আমরা সাতজন হয়ে গেছি, দুটো সিএনজি নিয়ে যাত্রা শুরু ।

পথেই পড়ল নির্মানাধীন মুয়েট - ময়মনসিংহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় !!! রাজবাড়ীর সামনে গিয়েই মনটা খারাপ হয়ে গেল। রবিবার বন্ধ এইটা কোন কথা হল, এভাবে এতদূর এসে না দেখেই ফিরে যাব !!!! আমরা বাইরে মন খারাপ করে বসে আছি, কিছুক্ষনের মাঝেই আফজাল আর রিয়াজ মুক্তাগাছা কলেজের পাশ দিয়ে দেয়াল টপকে ভিতরে ঢুকে গেল রাজবাড়ীর , দেখেত টাসকি খাবার যোগাড় তাদের দেখানো পথে আমরাও দেয়াল টপকে প্রবেশ করলাম রাজবাড়ীতে সবচেয়ে মজা পেলাম ঐখানে রক্ষিত ভিজিটরদের মন্তব্য লেখার খাতায় সাইন করে........ভৌতিক ব্যাপার , রাজবাড়ী বন্ধ অথচ ভিজিটর লিস্টে সাতজন ঐখানে বসেই উদযাপন করলাম বাংলাদেশের কিউই বধ পরের অভিযান মন্ডার জন্য। মন্ডার আদিনির্মাতা বলে যারা দাবী করে তাদের বাড়ী গেলাম ব্যাপক আশা নিয়ে, নতুন একটা জিনিস টেস্ট করতে যাচ্ছি । । আমাদেরকে চরম হতাশ করে তারা জানাল সকালেই সব শেষ হয়ে গেছে এমনই হতভাগা আমরা পুরা মুক্তাগাছা পৌরসভার সবগুলো মিস্টির দোকান খুজেও এক পিস মন্ডা পেলামনা !!! যার জন্য যাওয়া তার দেখা না পেয়েই ট্যুরটি শেষ করতে হল কি আর করা !!!
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।