আমাদের কথা খুঁজে নিন

   

যারা নতুন বাইক কিনবেন বলে ভাবছেন বা নতুন ইউজার তাদের জন্য কয়েকটি সেফটি টিপস

ফিরবে পথের কোলাহলে...আমার এ গান পথ দেখাবে...নতুন দিনের মিছিলে....

আমার গাড়ি ছিলোনা। আমি একটা মোটরসাইকেল চালাতাম দেশে থাকা অবস্থায়। দেশের বিরাজমান পাবলিক ট্রান্সপোর্ট সংকটের মোকাবেলায় অনেকেই বাইক কিনছেন....অনেকেই হয়ত কেনার চিন্তা করেও আশেপাশের মানুষজনের নানা কথায় পিছিয়ে আসছেন। সবচেয়ে কমন কথাগুলো হয়তো এইরকম: ০১...বাইক চালানো মানেই এ্যাকসিডেন্ট করা ০২...বাইক চুরি হবেই হবে ০৩...মেইন্টেন্যান্স কঠিন ০৪...কেনা কি লাভজনক হবে ? সবচেয়ে বড় কথা...বাইক অবশ্যই অবশ্যই লাভজনক, মাত্র ৫/৭ শত টাকায় আপনার মাসের সকল ঘুরাফেরা শেষ হবে। এখন কনভেন্স হিসেবে ১দিনেই যা দিচ্ছেন, সারা মাসেও তা শেষ করা কষ্টকর হবে।

যে বাইকই কেনেন ...শুধু কটা কথা মাথায় রেখে চালাবেন...আমি ৮ বছর বাইক চালিয়েছি ঢাকার রাস্তায়, আজ পর্যন্ত নিজের অথবা বাইকের গায়ে আঁচড়টি পড়েনি। শুধু ভাগ্য আর মুরুব্বীদের দো্য়া ছাড়াও নীচের টিপস গুলি আমাকে অনেকভাবে সাহায্য করেছে : ০১...রাস্তায় আপনি ছাড়া আর সবাই বদ্ধ উন্মাদ অথবা পাগল..যে কেউ যেকোন সময় অদ্ভুত ভাবে আপনার দিকে চলে আসতে পারে... ০২..ওভারটেক করতে যাবেন না...বামদিক দিয়ে তো নয়ই ০৩.. সবচে গুরুত্বপূর্ন...জীবনে কখনোই ভাববেন না...বাইক চালানো সবচেয়ে সহজ.....যেদিন এটা মনে আসবে..নিজকে বলবেন....আমি আনাড়ী....বাইকে আজই আমার প্রথম দিন... বাইক চুরি রোধ করার জন্য : ০১...জনাকীর্ণ জায়গাতে বাইক রাখুন...ভূলেও কোন নির্জন জায়গাতে রাখবেন না ০২...এক্সট্রা বড় শিকল জাতিয় লক (পেছনের চাকায়) ব্যবহার করুন ০৩...বড় মার্কেট বা শপিংমলে অবশ্যই নগদ মূল্যে টিকেট কেটে বাইক রাখুন...টাকা বাঁচানোর জন্য ভূলেও বাইরে কোথাও রাখবেন না ০৪...কোন অফিসে বা কারো বাসায় গিয়েছেন, যদি একান্তই বাইকটি রাস্তায় রাখতে হয়, তাহলে এরকম একটি জায়গা বেছে নিন, আপনার ফ্লোর থেকে বা বারান্দা থেকে যেন সহজেই বাইকটির কোন একটি অংশ দৃশ্যমান থাকে যা দেখেই আপনি বুঝবেন যে জিনিশটি জায়গামত আছে ০৫...দীর্ঘক্ষন যাবত কোথাও বাইক পার্ক করবেন না ০৬...অবশ্যই অবশ্যই বাইকটি রেখে যাওয়ার আগে দেখুন, লক করে চাবী টি আপনার হাতেই রয়েছে। বাইকটির যত্নে : ০১....২ মাস পার হয়ে গেলেই সার্ভিসিং করতে দিন...টাকার মায়া না করে এটা অবশ্যই করবেন, আখেরে আপনার অনেক টাকাই বাঁচবে ০২...অকটেনে না চালিয়ে পেট্রলে বাইক চালান...অকটেনে চালালে ইনজিন অযথা বেশী গরম হয়ে যায়...ইনজিনের উপর বাড়তি চাপ পড়ে ০৩...কখনই ৩ জন একসাথে চড়বেন না ভাবীকে বা বান্ধবী/বোনকে নিয়ে যখন উঠবেন: ০১.. শাড়ী সামলে নিয়ে বসতে হবে ০২.. অবশ্যই ওড়না যেন কোনভাবেই নিয়ন্ত্রনের বাইরে না যায় যেটা অনেক সময় পেছনের চাকায় জড়িয়ে যেতে পারে ০৩.. বাইক চলা শুরুর আগে অবশ্যই ভাবীকে বলুন..."শুরু করলাম" ০৪.. দুজনেই হেলমেট ব্যবহার করবেন...আজকাল মেয়েদের অনেক সুন্দর হেলমেট বাজারে এসেছে ০৫.. কখনই ঘাড় ঘুরিয়ে কিছু দেখতে যাবেন না...সোজা দেখুন...রিয়ারভিউ মিরর এ দেখুন...দরকার হলে বাইক থামিয়ে নিন পুরো লেখাটাই আমার ব্যক্তিগত অভিগ্গতা থেকে। অনেক কিছুই হয়তো বাদ গেল, যা যে কেউ কমেন্ট হিসাবে এ্যড করে দিতে পারেন, কেউ না কেউ উপকার পাবে। তবে টিপস গুলো মাথায় রেখে আনলিমিটেড বাইকিং করুন...তাহলে দেখবেন আমার মত কোন দূর্ঘটনা ছাড়াই বাইকের মজা নিতে পারবেন.... সবাই ভালো থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.