আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্বের ভার

বিস্ময় মুছে দিও না...

আত্মহননকারীর ফেলে যাওয়া চিঠিতে যদি লেখা থাকে, "পৃথিবীর ভার কমাতে আমার এই অন্তর্ধান"। তবে হয়তো মানুষ বলবে পুরোপুরি পাগল অবস্থায়ই সে আত্মহত্যা করেছে। কিন্তু কী অদ্ভুত, আমার চোখে-মুখে বিস্ময়ের ঘোর। কী সরল জীবনের মানে?? এইতো প্রাকৃতিক ভাষা। জীবনকে যদি আলোকের ধাত্রী বলি, তবে সে অন্ধকারের যমরাজ। এ যেনো জলোচ্ছাসে ভাসমান কচুরি পানা, আলো আর অন্ধকারে একই রূপ। দিন না রাত কাকে তুমি কামনা করো, এমন প্রশ্ন যদি কেউ করে দীর্ঘশ্বাসের ভাষায় বলবো তাকে, আমি রাত্রির অতন্ত্র প্রেমিক। আলোর ভাষা পীড়নকামি ভুল সমীকরণের হাইব্রিড চাষাবাদ, নাগরিক নির্বুদ্ধ কোলাহল। আলোর ভাষা আর আত্মহননকারীর চিঠির ভাষার মন্ত্র উচ্চারণে জীবন দেখে জেনে গেছি, প্রেমিকার হৃদয়ের দাবী রাত্রির ধ্যান ছাড়া আর কিছুই না। ১২/১০/১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।