আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্বের বন্দনা-২

. অস্তিত্বের বন্দনা-১ সময়ের অসীম সাহস যুগের তীর্থযাত্রায় বেঁচে রয়, প্রেম অপ্রেম মুহূর্ত আবেগে ঝরে যখন নিঃশ্বাসে সাঙ্গ করে প্রভুত্বের সিংহাসনে বসে কামনার মূর্তি ধারণ করি, তখন জগতের সমস্ত চেতনা একটি একটি করে মালঞ্চের উচ্ছ্বাসে মাত হয়, দুঃখের আড়ষ্ট অংশে কেউ ভাগী হতে চায় না, আমি কিংবা সে, কিংবা তুমি তোমাদের মনে ভাবনার দেয়াল যে বিতর্ক তুলেছে তার পানে চেয়ে থাকি অব্যক্ত সেই আশার ছলনে; যে বিন্দু বিন্দু প্রচেষ্টায় গড়া আমি তাকে আজও ধারণ করতে পারি নি; বিশ্বাস অবিশ্বাস আর সেই রূপ যৌবনে ভরা তনু তরী তাকে ছেড়েছি অকূলে; আর আমার ‘আমি’কে খুঁজেছি সমস্ত মানুষের মাঝে; (তাই) আজ আর থেমে থাকি না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।