আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা কত প্রকার ও কি কি?

দুঃখের মাঝে জন্ম আমার পাইনি সুখের সাড়া, দুঃখ আমার জীবন সাথী আমি সর্বহারা। ...

ভালবাসা কত প্রকার ও কি কি? ভালবাসা ৪ প্রকার। (১).আল্লাহকে ভালবাসা:এটাই ঈমানের মূল ভিত্তি। (২).আল্লাহর জন্য কাউকে ভালবাসা:এটা হচ্ছে সাধারণভাবে মু'মিনদের সাথে বন্ধুত্ব রাখা ও তাদেরকে ভালবাসা। কিন্তু আলাদাভাবে প্রত্যেক মু'মিনকে ভালবাসতে হবে আল্লাহর প্রতি তার ঈমান ও আনুগত্যের ভিত্তিতে।

মু'মিনদের প্রতি এই ভালবাসা ওয়াজিব। (৩).আল্লাহর সাথে কাউকে ভালবাসা: এটা হচ্ছে,ওয়াজিব ভালবাসায় আল্লাহর সাথে অন্যকে অংশী করা। যেমন মুশরিকদের ভালবাসা তাদের উপাস্যদের প্রতি। এটাই হচ্ছে আসল শিরক। (৪).স্বভাবগত ভালবাসা: যেমন পিতা-মাতাকে ভালবাসা,সন্তানকে ভালবাসা,খানাপিনার প্রতি ভালবাসা ইত্যাদি।

এই ভালবাসা জায়েজ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.