আমাদের কথা খুঁজে নিন

   

একটি বোবা কান্না


কখনো কখনো নিজেকে খুব অসহায় মনে হয় । কিছু বলতে না পারার, কিছু করতে না পারার অসহায়ত্ব নিজেকে এমন এক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যার উত্তর নিজেই নিজেকে দিতে পারি না ! গতকাল সিরাজগঞ্জের সায়েদাবাদ রেলক্রসিং এর পাশে বেগম খালেদা জিয়ার জনসভায় ট্রেনে কাটা পড়ে ৬ জনের মারা যাবার খবর মোটামুটি সবাই জানি । এটাও জানি , দূর্ঘটনার পরে বেগম জিয়ার নেতা কর্মীরা ট্রেনটিতে আগুন লাগিয়ে দিয়েছে এবং তিনি সরকারকে দায়ী করে বলেছেন, ‘ সরকার পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে মানুষ হত্যা করেছে । এটা দুর্ঘটনা নয় । ‘ স্বপ্নে অনেক সময় ‘বোবায়’ ধরলে যখন জান-পরান দিয়ে দৌঁড়াতে চাই , কিন্তু দৌঁড়াতে পারি না – তখন যে রকম অনুভুতি হয় সে রকম একটা অনুভুতি টের পাচ্ছি ।

রেল লাইন দিয়ে তো রেল গাড়ী-ই যাবার কথা , রেল লাইন তো মিটিং করার জন্য বসানো হয় নি । রেল লাইনের পাশে মিটিং করার মানে কি ? আর মিটিং যদি করতেই হয় তাহলে এই বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা কেনো নেয়া হলো না ? দেশে বা বিদেশে অংগ সংগঠনের তো অভাব নেই । তাহলে কেনো এই সামান্য বিষয়টি তদারকি করা গেলো না ? সেচ্ছাসেবক দল বলে একটা অংগ সংগঠন আছে । এই সংগঠনের কাজ কি ? আমার জোড়ালো ধারনা, এখানে যদি কোনো স্কুলের অনুষ্ঠান হতো তাহলেও দশ জন ছাত্র বা ছাত্রী সেচ্ছাসেবক হয়ে লাঠি হাতে দাঁড়িয়ে যেতো , অন্যদের বিরত রাখতো রেল লাইনে দাঁড়ানো বা বসা থেকে । যতোটুকু সামাজিক এবং সাধারণ জ্ঞ্যান স্কুলের ছাত্র / ছাত্রীদের কাছ থেকে আশা করা যার ততোটুকু বি,এন,পির নেতা কর্মীদের কাছ থেকে আশা করা যায় না কেনো ? মাননীয় বিরোধীদলীয় নেত্রী , আপনি যে বললেন , সরকার পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে’ – এই কৌতুহলী ছেলেটাকে ক্ষমা করবেন , আমি কোনো ভাবেই আমার কৌতুহল দমিয়ে রাখতে পারছি না ।

দয়া করে আপনি একটু বলবেন কি , সরকারের এই পরিকল্পনার কথা আপনি কখন জানতে পারলেন ? ঘটনা ঘটার আগে, না পরে ? ট্রেনে আগুন লাগানো হলো কেনো ? এই ট্রেন কি বি,এন,পির টাকায় কেনা ? না কি ‘ভাঙা সুটকেসের’ ভেতর থেকে বেরিয়ে ছিলো এটা ? আমার টেক্সের টাকায় কেনা , আমার রাষ্ট্রের সম্পদ নষ্ট করার অধিকার বি,এন,পিকে কে দিয়েছে ? যদি রেল কর্তৃপক্ষের দায়িত্ব পালনের অবহেলার কারণে এই দূর্ঘটণা ঘটে থাকে , তাহলে তাদের বিচার হবে । কিন্তু আমার দেশের সম্পদ নষ্ট করা হলো কেনো ? যেই শতো শতো যাত্রী তাদের কাজের প্রয়োজনে দিনাজপুর থেকে ঢাকার আসছিলেন , যাদের মধ্যে কারো কারো প্রয়োজনীয়তা ছিলো অত্যন্ত জরুরী , তাদের যাত্রা পথে ব্যঘাত ঘটানো হলো কেনো ? কেনো তাদের আহত হয়ে হাসপাতালে ঠাঁই নিতে হলো ?কেনো তাদের জিনিস-পত্র লুট-পাট করা হলো ? কেনো ট্রেনের ড্রাইভারকে পিটিয়ে হত্যা করা হলো ? কেনো ? ... কেনো ? ... কেনো ? ... এই কেনোর জবাব দিতেই হবে । আর নইলে আমার হাতেও একটা ব্যালট পেপার আছে । আমি ক্ষুদ্র হতে পারি কিন্তু তুচ্ছ নই ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.