আমাদের কথা খুঁজে নিন

   

জীবন রে তুহু মম শ্যাম ও সমান ............

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা

আর কত বইব এ বোঝা, বড় শ্রান্ত আমি.পথ চলায়...........ক্লান্তিতে তে ভেঙ্গে পড়ি.।........ কত দিন আগে যেন এসেছিলাম..........এ ধরনীতে.........মন এ নেই মন এ নেই অতিক্রান্ত অতীত কে, মন এ নেই শৈশবের খেলার সাথীদের । ধ্রুব তারা আমায় পথ দেখায়..............জোনাকির আলোয় পথ চলি একাকী আমি, তবু আর কত বইতে হবে.।........... আজ আমার তোমাদের একটি কথায় বলতে ইচ্ছা হচ্ছে............ একটু শান্তি দেবে কি আমায়.?. পারবে কি বলে দিতে ..শান্তি কোথায়? শান্তির অন্বেষনে আমি, এখন শিউলি ফুল রজীয়নিগন্ধা আর ডাকে না আমায়............... ডাকে না সুর্য মুখী....ধুসর গোধুলি এখন কেবল মন এ করিয়ে দেয় শ্রান্ত তুমি..।. কোন শৈশবে ফেলে এসেছি সেই সব দিন.. শুধু একটাই প্রার্থনা আমার একটা শান্তির মৃত্যু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.