আমাদের কথা খুঁজে নিন

   

অবাক করা চীনা সুপারকম্পিউটার

আপনার উপর শান্তি বর্ষিত হোক

সর্বশেষ উদ্ভাবিত চীনা সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে এক হাজার ট্রিলিয়ন গাণিতিক হিসাব করার রেকর্ড করেছে। 'তিয়ানহে-১' নামের এ কম্পিউটারের এক সেকেন্ড করা হিসাব ৮৮ বছর ধরে এক হাজার ৩০০ কোটি লোকের করা হিসাবের সমান। আর এটি প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা সংগ্রহ করে রাখতে পারে তা হলো দুই কোটি ৭০ লাখ বইয়ের একটি লাইব্রেরিতে যে পরিমাণ ডেটা থাকে তার চার গুণ। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। চীনের এই সুপার কম্পিউটারটি তৈরি করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি। আর এটি তৈরি করা হয়েছিল গত বছর। সুপার কম্পিউটারের দিক থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই চীনের অবস্থান। 'তিয়ানহে-১' সুপার কম্পিউটারটি বিশ্বের ৫০০ সুপার কম্পিউটারের মধ্যে সেরা পাঁচ-এর মধ্যে ছিল। ন্যাশনাল সুপার কম্পিউটিং সেন্টার ইন তিয়ানজিয়ানের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিয়ানহে-১ সুপার কম্পিউটারটি অ্যানিমেশন, বায়োমেডিক্যাল গবেষণা, মাহাকাশবিষয়ক যন্ত্রপাতি উন্নয়ন, স্যাটেলাইট রিমোট সেন্সিং বা আবহাওয়ার পূর্বাভাস বিষয়ে কাজ করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.