আমাদের কথা খুঁজে নিন

   

পোলাপাইনের পাতলা প্যাচাল

আমি বড় উগ্র, বড় আগ্রাসী হয়েছি হায়েনার উৎসাহে

আমি ব্লগে খুব বেশীদিন লিখি না, আমার বয়স যেমন কম তেমনি ব্লগীয় বয়স ও কম। কিন্তু কথা হইল যে, প্রায়ই দেখি আমার কমেন্ট মূছে ফেলা হয় নতুবা আমার প্লাস/মাইনাস দেবার ক্ষমতা কেড়ে নেয়া হয়। কেন? আমি কি খুব বেশি ফাউল কিছু লেখি? এখানে লিখতে হলে কি নাস্তিক হতে হয়? আম্লিগ/বিম্পি হইতে হয়? আমি তু জানতাম যে সামু একটা প্লাটফর্ম, যেখানে মত প্রকাশের স্বাধীনতা আছে, আমার এই জানা টা কি তবে ভুল? প্রশ্নের উত্তর চাওয়াটা কি আমার খুবই ধৃষ্টতা হয়ে যাবে? যদি আমার দাবি অন্যায় না হয় তবে আমার লেখার স্বাধীনতা আমি ফিরে পেতে চাই। আর কিছু আমি বলতে চাই না। ভুল গুলো ক্ষ্মা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আশা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.