আমাদের কথা খুঁজে নিন

   

ফিল্ম জগত, পড়াশোনা এবং দীর্ঘশ্বাস!

http://www.facebook.com/fahimquader

"দোস্ত! সিনেমার ডিরেক্টর হতে হলে কি করতে হয় জানোস?" গত কয়েকদিন যেসব বন্ধুরা আমার সাথে ছিল, তাদের প্রায় অনেকেই এই প্রশ্নটার মুখোমুখি হয়েছে! আমি প্রায় সবখানেই উত্তর পেয়েছি, "ফিল্মোগ্রাফির উপর পড়তে হয়!", নতুন কিছু জানলাম না! আমেরিকা তে অনেক ইউনিভার্সিটি ফিল্ম স্টাডিজ এর উপর বিভিন্ন কোর্স অফার করে। বর্তমানে সারা বিশ্বে প্রায় ১৪৪ টা কলেজ ফিল্ম স্টাডিজ এর উপর নানা ধরণের মেজর প্রোগ্রাম অফার করে... বিশ্বের ২০ টা দেশে ফিল্ম স্টাডিজ এর উপর পড়াশোনা আছে.. হলিউডের নামকরা ডিরেক্টরদের ভালো ভালো মুভি গুলা যখন দেখি, কষ্ট লাগে! আমরা এতো পিছিয়ে আছি কেন? আমাদের দেশে কি ক্রিস্টফার নোলান, কুয়েন্টিন ট্যারেন্টিনোদের মত মেধাসম্পন্ন মানুষ নাই? যতদূর শুনেছি, ইউরোপ, আমেরিকার ইউনিভার্সিটিগুলাতে যখন সাউথ এশিয়ার স্টুডেন্টরা পড়তে যায়, বলতে গেলে এরাই সেখানে রাজত্ব করে, ফলাফলের দিক দিয়ে! বাংলাদেশের মতো পড়ালেখায় এতো কম্পিটিশন আর কোনো দেশে নেই! বলতেই হবে বাংলাদেশের স্টুডেন্টরা মেধাবী! যখন বাংলাদেশের সিনেমাগুলা একটু আধটু দেখি, সত্যি বলতে কষ্টই পাই! শাকিব খান, অপু বিশ্বাসদের দিয়ে আর কতদূরই বা আমরা যেতে পারব? অনন্ত জলিল এর সাকসেস রেট ভালো! ওর মুভি ভালো চলে! তবে সে যে উদ্দেশ্য নিয়ে সিনেমা রিলিজ করে, সেই উদ্দেশ্যে যে মানুষ সে সিনেমা গুলো দেখে না, সেটা বেচারা নিজেও বুঝে না! মানুষ এখন সিনেমা হলে যায়! হোকনা কমেডি ফিল্ম হিসেবে দেখার জন্যই, যাচ্ছে তো! এটা তার এবং আমাদের জন্যে সাকসেস না? ভালো কিছু ফিল্ম ডিরেক্টর এবং রাইটার লাগবে আমাদের! কিছুদিন আগে @18 নামে একটা টেলিফিল্ম দেখেছিলাম! টেলেফিল্ম টার ডিরেক্টর এর নাম ছিলো আদনান আল রাজীব! টেলিফিল্ম টার মধ্যে আমি বাংলাদেশের সিনেমা জগতের সুন্দর ভবিষ্যতের হাতছানি দেখেছি... ফিল্ম স্টাডিজ এর উপর যদি কারো পড়াশোনা করা সম্ভব হয়, রিকোয়েস্ট করব, পারলে করতে! আমাদের দেশে কোন ইউনিভার্সিটি তে ফিল্ম স্টাডিজ এর উপর পড়াশোনা আছে কিনা জানি না! থাকলেও কাওকে তো পড়তে দেখলাম না... কত মেধা হারিয়ে যাচ্ছে দেশ থেকে! কত মেধা বন্দী হচ্ছে রুটিন বাউন্ড জীবনের বাক্সে! পড়াশোনার চাপেই দুমড়ে মুচরে নিঃশেষিত হয়ে যাচ্ছে! যখন শুনি, "কি লাভ এ দেশে থেকে?" কেমন লাগে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.