আমাদের কথা খুঁজে নিন

   

নতুন রবীন্দ্রসঙ্গীত(রিমেক কিংবা হাবিজাবি)

কি গান গাইছি , শোন আমার বন্ধু.......

রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‍"আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে তোমায় পাইনি....." এখন কি আর এই দিন আছেরে ভাই এখন নতুন করে লিখতে হবে "তোমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলেম দেখতে আমায় পাওনি তুমি।। বাহির পানে চোখ মেলেছো তোমার হৃদয় পানে চাওনি, ঐ তোমার সকল ভালবাসায় সকল আঘাত সকল আশায় আমি ছিলেম তোমার কাছে আমি ছিলেম, তুমি আমার কাছে যাওনি, ঐ আমি তোমার আনন্দ হয়ে ছিলেম তোমার খেলায় ।। আনন্দে তাই ভুলে ছিলে, আনন্দে তাই ভুলে ছিলে কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে, তোমার দুঃখ সুখের গানে সুর দিয়েছি আমি তুমি আমার গানতো গাওনি তোমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলেম ঐ ভাই তাড়াতাড়ি কমেন্টস্ দিন,, কমেন্টস খামু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.