আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসীদের প্রতি সনির্বন্ধ অনুরোধ

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

এই ব্লগে বহু প্রবাসী লেখালেখি করেন কিংবা পাঠক হিসেবে ভিসিট করেন। আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সকল প্রবাসীদের প্রতি একটি সনির্বন্ধ অনুরোধ জানাই। দেশের মাটি ছেড়ে সমৃদ্ধির আশায় আপনারা বিদেশে গেছেন। অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেন। কষ্ট হলেও দিনের পর দিন আপনারা বিদেশের মাটিতে পড়ে আছেন।

আপনারা রেমিটেন্স হিসেব প্রচুর টাকা দেশে পাঠান। আপনাদের মা,বাবা, ভাই, বোন, স্ত্রী ও সন্তান আপনাদের পাঠানো টাকায় স্বচ্ছল জীবন যাপন করে। আপনাদের পাঠানো টাকা যথাযথ কাজে লাগে কি না তা কি ভেবে দেখেছেন কখনও ? সাধারণত দেখা যায়, বিদেশ থেকে পাঠানো টাকা বিলাস-ব্যসনে ব্যয় হয়। আপনার পাঠানো টাকায় আপনার প্রিয়জন ফুটানি করে বেড়ায়। দামি কসমেটিক্স, পোশাক ইত্যাদি বিলাসী দ্রব্যের পিছনে ব্যয়িত হচ্ছে আপনার কষ্টে উপার্জিত অর্থ।

আমার দেখা কয়েকটি ঘটনার কথা বলি। ১. স্বামীর পাঠানো টাকায় স্ত্রী ফুটানি করে তার ভাই বোন অর্থাৎ ভদ্রলোকের শালা শালীকে কাপড় চোপড়, কসমেটিক্স, মোবাইল ফোন থেকে শুরু করে হাতখরচ দিচ্ছে। তাছাড়া অনর্থক বন্ধু বান্ধবকে দামী গিফট দিয়ে ফুটানি করা হচ্ছে। ২. ভাইয়ের পাঠানো টাকা ছোট ভাই ফেনসিডিল সহ নানারকম মাদক গ্রহণ করে উড়িয়ে দিচ্ছে। ৩. পরিবারের বাজার সদাই করার জন্য কোন হিসাব রাখা হচ্ছে না, ইচ্ছে মতো যা খুশি তা কিনে অপব্যয় করা হচ্ছে।

৪. প্রবাস জীবন শেষে দেশে ফিরে ভদ্রলোক টাকা পয়সা পাচ্ছেন না। ৫. সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল, স্বামী প্রবাসে থাকার সুবাদে স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ছে এবং প্রেমিককে স্বামীর পাঠানো অর্থ দিয়ে দিচ্ছে। অর্থাৎ প্রবাসীদের কষ্টার্জিত উপার্জন বিলাস-ব্যসন ও অন্যান্য ফালতু কাজে অপব্যয় করা হচ্ছে। অথচ আমাদের মতো গরীব দেশে এ টাকা কত দামী দামী কাজে লাগানো যেত। আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের উপার্জিত অর্থ অনর্থক ফুটানিতে যেন কেউ অপব্যয় না করতে পারে সে ব্যাপারটি নিশ্চিত করুন।

আপনার মূল্যবান উপার্জন সঞ্চয় করুন এবং এমন কোন উৎপাদনশীল ব্যবসায় বিনিয়োগ করুন যে ব্যবসায় অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। উৎপাদনমুখী শিল্পকারখানা স্থাপন করলে আপনি যেমন ব্যবসা করে লাভবান হবেন, তেমনি অনেক লোকের কর্মসংস্থান হলে দেশও উপকৃত হবে। আপনারাই পারেন এই দেশের দরিদ্র মুখে হাসি ফুটাতে। আপনারাই পারেন, এই দেশের ভবিষ্যৎ বদলে দিতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.