আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় নয়া গভর্নর মহোদয়ের কাছে সনির্বন্ধ অনুরোধ : শায়েস্তা খানের আমলের নোংরা নোটগুলো থেকে আমাদের রক্ষা করুন

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আপনি ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না। আমাদের বাঁচার কোন পথ নাই। আপনি গভর্নর হওয়ার পর আপনার জীবনী নিয়ে বিপুল হৈ চৈ হয়েছে। একেবারে আম জনতার কাতার থেকে প্রবল বিক্রমে সংগ্রাম করতে করতে আপনি আজ চূড়ান্ত সম্মানের জায়গায় অধিষ্ঠিত হয়েছেন। সত্যি আপনি অনুসরণযোগ্য একজন মানুষ।

আপনার জীবনী পাঠ করে উৎসাহিত হওয়ার পাশাপাশি এবার নতুন আশায় বুক বেঁধেছি। আপনি পারবেন আমাদের রক্ষা করতে। বলছিলাম টাকার নোটের কথা। এমন নোংরা কাগজের টুকরা কেউ হাতে নিত না যদি সেটা টাকা না হত। নোংরায় থিকথিক করতে থাকা সেই ফালাফালা টাকা এখনও বাজারে সচল।

স্কচ টেপ মেরে ফালাফালা সেই নোট আস্ত বানানোর চেষ্টা হয়েছে বার বার। মনে হয়, প্রাগৈতিহাসিক কাল থেকে এই নোটগুলো বদলানোর কোন ব্যবস্থা করা হচ্ছে না। যেন শায়েস্তা খানের আমলের টাকা এখনও চলছে। সবচেয়ে বড় বিপদের কথা হল এই নোংরা নোটগুলো বাচ্চারাও হাতে নেয়। এই নোটগুলো থেকে যে রোগজীবাণু ছড়াচ্ছে সেটা নিশ্চিতভাবেই বলা যায়।

আজ যে কোন মানুষের সন্তান এই নোংরা নোট হাতিয়ে কোন সংক্রামক রোগে আক্রান্ত হবে না, তার গ্যারান্টি কে দেবে ? আপনার কাছে কাতরভাবে অনুরোধ, শিশু স্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি প্রচলিত ছেঁড়া ফাটা নোংরা এই নোটগুলো বাজার থেকে উঠিয়ে নেয়ার ব্যবস্থা নিন। আমাদের সন্তানদের প্রতি অবশ্যই আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা কেউ সেই দায়িত্ব এড়াতে পারি না। জগতের সবচেয়ে নোংরা অমর টাকার আত্মকথা টাকা ছাপানোর কি টাকা নাই ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.