আমাদের কথা খুঁজে নিন

   

মুসা, সজল, রাহা, রবি আর হিমু একই কলেজ একই ব্যাচের.... তাদের ব্যক্তিগত শত্রুতার জের নিয়ে ব্লগে-ব্লগে কুৎসা .. আর আমরা না বুঝে লাফাই



মুসা , রাহা, সজল খালেদ, আশীফ এন্তাজ রবি আর হিমু একী কলেজ একী ব্যাচের.... তাগো ব্যক্তিগত শত্রুতার জের নিয়ে ব্লগে-ব্লগে কুৎসা আর আমরা না বুঝে লাফাই । সত্যি আমরা পাবলিক ভোদাই। বিশ্বাস না হয় দেখেন] -- ৩য়ত : একটু ব্যক্তিগত সম্পর্কের দিকে যাই। আপনার বন্ধু রাহার মাধ্যমে আমি আজই জানতে পারলাম আপনি নটরডেমের ৯৭ ব্যাচের, গ্রুপ ৭। আমিও একই ব্যাচের গ্রুপ ২।

আর বাকিরা মুসা আর সজল ও একই ব্যাচের । মুসা আর রবি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের আইইআরের বন্ধু । রাহা আর হিমু একী গ্রুপের বন্ধু । আর জার্মানীতে থাকা অবস্থায় সজল আর হিমু ঘনিষ্ট বন্ধু হয় । জানা যায় রাহা জার্মানীতে গিয়ে সজল আর হিমুর সাথে বেশ কিছুদিন আছিলেন ।

সজলের ইন্ধনে রাহা সামু ব্লগে সবার আগে মুসার বিরুদ্ধে অভিযোগ আনে । যেখান থাকে এই ঝগড়ার শুরু । এবং সেখান থাকে পর্যায়ক্রমে সেই ঝগড়া চলতিছে-- এই ঝগড়ার দুই পক্ষ। মুসা, রবি আরেকপক্ক সজল, রাহা আর হিমু এখন রাহা এবিষয়ে নিরব । আর সরব হিমু ।

তয় কাইজ্যা সম্বন্দে জানলে জানামু । এদের কলেজ জীবনের ঝগড়া আমাদের ব্লগ জীবন অতিষ্ট কইরলো আমরা পাবলিক এর থাকে বাচতে চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.