আমাদের কথা খুঁজে নিন

   

মুসা ইব্রাহীমের এ কেমন কথা ???

বাঙলা আর হিন্দি গানের জন্য www.bdmusiczone.com

ডয়চে বাঙলাতে মুসা ইব্রাহীম সাক্ষাৎকার দিয়েছেন ।কিন্তু সাক্ষাৎকারের কয়েকটা উত্তর পড়ে কিছুটা অবাক হলাম মনে হচ্ছে এই ব্যাটা পালাতে চাচ্ছে তাই উপায়ান্তর না দেখেই তাঁর কাছে প্রশ্ন, চূড়ায় উঠেছেন তাঁর প্রমাণ কি? জবাবে অভিমানী মুসা, ‘‘কেউ বিশ্বাস যদি না করতে চায় তাহলে কিছু করার নেই মানে কি তুমারে যে আমরা বিশ্বাস করুম তার প্রমাণ তুমি দিবা না ??আমি যদি এখন বলি চাদের দেশে গেছি তাহলে কি তুমি তা বিশ্বাস করবা না প্রমাণ চাইবা ?? তিনি বলেন, ‘‘এভারেস্টের চূড়ায় একটি বুদ্ধমূর্তি রয়েছে, যার সঙ্গে ছবি তুলে জমা দিতে পারলে ধরে নেয়া হয় যে, তিনি এভারেস্ট জয় করেছেন৷’’ কিন্তু মুসার আরেকটি মন্তব্য সত্যিই নাড়া দেয়৷ একজন বাংলাদেশী হিসেবে বাংলাদেশীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, ‘‘মানসিক সঙ্কীর্ণতার বাইরে যেতে পারলে বাংলাদেশের অনেক তরুণ ভালো করতে পারবে৷’’ আবারও ছবিতুলার ব্যাপারটা এড়িয়ে গেলেন আরে ব্যাটা না উঠালেছবি কেন উঠালিনা তা ভালা কইরা ব্যাখ্যা কর এত পিছলাছ কেলা ।আর হ্যা মুসা আমরা মানসিক ভাবে অত্যান্ত সংকীর্ন কারন আমরা জাতি হিসেবে এত চুরি চামারি প্রতিদিন দেখি যে শক্ত প্রমাণ ছাড়া কোন কিছু বিশ্বাস করতে কষ্ট্ হয়। তাড়াতাড়ি ছবিগুলান দিয়ে দেন তাহলেই হয়ে যায় ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.