আমাদের কথা খুঁজে নিন

   

মুসা ইব্রাহীম এক বিজয়ীর নাম

জীবন মানুষের খুব ছোট একটা সময়। সমীকরনগুলো খুব সরল কিন্তু প্রতিনিয়তই আমরা একে জটিল করে ফেলছি। তাই একে সরলভাবে দেখতে চাই। মানবিয়গুন সৃস্টিকর্তার অশেষ রহমত আমাদের প্রতি। জীবনের স্বাদ এর মাঝেই।

তাই এতেই আমার আগ্রহ ।

আত্ম-সমালোচনা যে কোন জাতি বা ব্যাক্তিকে উচ্চ শিখরে নিয়ে যায় এ ব্যাপারে আমিও একমত। প্রসংগ যখন মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় সেটা আমাদের সবার। বলতে বাধা নেই এই বিজয় যতটা মহান হতে পারত, যতটা গৌরবের হতে পারত তা বোধ করি এখন আর সবাই ভা্বছে না। অনেকের মতে তারা এ বিজয়কে প্রতারনা মনে করছে।

কেউ আবার মুসার আচরনকে অন্তর্মুখী না ভেবে সন্দেহের চোখে দেখছে। আমারা সাধারন আম-জনতা এত বড় একটা বিজয় হাত ছাড়া হয়ে যাওয়ার জন্য এর যারা সমালোচনা করছে তাদেরকে ভাল চোখে দেখছি না আবার তাদের যুক্তিও ফেলে দিতে পারছিনা। কি হবে যদি মুসার দাবি মেনে নেই। অনেক বড় এক বিজয়ের গৌরবের ভাগিদার হব। যত বারই মুসার বিজইয়ের কথা আমাদের সামনে আসবে ততবারই মনে হবে আমিও পারব।

বিদেশির কাছে বাংলাদেশের আরো একটা গৌরবময় উপস্থাপন করতে পারব। পক্ষান্তরে যদি তার দাবি যথার্থ না হয় তবে দুটি ঘটনা ঘটতে পারে। একঃ বিদেশী কেউ একদিন এ সত্য উদ্ঘাটন করবে এবং এই জাতি পরিচিতি পাবে আধুনিক পৃথিবীর কালা পানির দেশ বা চোর বাটপারের দেশ হিসাবে। দুইঃ দেশের লোকই এর সত্য উতঘাটিত করে এর নিন্দা বা অভিবাধন জানাবে। তখন বিশ্বে আমাদের মর্যাদাটুকু থাকবে এই জন্য যে প্রত্যেক দেশেই চোর থাকে কিন্তু এর প্রতিবিধান বা শাস্তি সেই দেশই করে।

যাই হোক আমি একে এক বিজয়ই বলব যদি সত্যি হয় তবে এত বড় বিজয় বাংলাদেশ খুব কমই পেয়েছে। সে হিসাবে এক অবিশ্বরনীয় বিজয়। আর যদি মিথ্যা হয় এতবড় চোর / ধোকাবাজ বাংলাদেশ এর আগে কখনই পায়নি। বলতে লজ্জ্বা নেই অনেক বড় চুরি করতে অনেক সাহস এবং বুদ্ধি সবই লাগে। সে অর্থে তিনি জয় করেছে বিশ্বের চোখকে ধোকা দিয়ে - ব্যাপারটা গৌরবের না! পার্থক্য আমরা তার কুপ্রবৃত্তি প্রতিবিধান করতে অক্ষম হয়েছি।

হোক সে জয় গৌরবের বা গরহিতের।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.