আমাদের কথা খুঁজে নিন

   

শান্তিতে ২০১০ সালের নোবেল পুরস্কার পেয়েছেন চীনের কারাবন্দি মানবাধিকার কর্মী লিউ জিয়াবো

আর একটি যুদ্ধ চাই
২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন চীনা ভিন্ন মতাবলম্বী লিউ জিয়াওবো। নরওয়ের অসলোতে নোবেল পুরস্কার কমিটি শুক্রবার তার নাম ঘোষণা করেছে । গত ডিসেম্বরে গণতন্ত্রপন্থী লিউকে ১১ বছরের কারাদণ্ড দেয় চীন সরকার। ২০০৮ সালে চীনে মত প্রকাশের স্বাধীনতার জন্য একটি ম্যানিফেস্টো প্রকাশ করেন লিউ। একইসঙ্গে চীনে বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন আহ্বানসহ মানবাধিকারের প্রতি শ্রদ্ধার দাবি জানান তিনি।

লিউ জিয়াওবোকে আটক করে চীনা কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির চক্রান্তের অভিযোগ আনা হয়। অনেকটা একতরফা বিচারের মুখোমুখি হন এই মানবাধিকার কর্মী এবং ১১ বছরের কারাদণ্ড দেয় চীন সরকার। এর আগেও ১৯৮৯ সালের তিয়ানানমেন হত্যাকান্ডের ঘটনার প্রতিবাদ করায় কারাগারে যেতে হয়েছিল মানবাধিকারের উচ্চ কন্ঠ চীনা নাগরিক লিউ জিয়াওবোকে। চীনের কম্যুনিস্ট পার্টির একচ্ছত্র একদলীয় শাসনের বিরোধীতা করে আসছেন তিনি দীর্ঘদিন ধরে।

এজন্য তাকে বারবার চীনা সরকারের নানাভাবে নাজেহাল হতে হয়েছে । তবুও তিনি থেমে থাকেন নি। চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি কলম চালিয়ে গেছেন। সর্বশেষ চার্টার ২০০৮ নামে একটি ঘোষণা রচনা করেন তিনি চীনের মানবাধিকার রক্ষা এবং একদলীয় শাসন অবসানের দাবিতে৷ তার এই ঘোষণায় ১০ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেন সমর্থন জানিয়ে৷ কিন্তু এই কারণে চীনা সরকারের কোপানলে পড়লেন তিনি। ফলে চীন সরকারের রোষানলে পড়ে কারাবরণ করতে হয় ৫৪ বছর বয়সী লিউকে।

নোবেল কমিটি জানিয়েছে, চীন সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে বরাবরই জোরকণ্ঠে প্রতিবাদ জানিয়ে আসছেন লিউ। তাকে দেওয়া সাজা চীনের সংবিধান এবং মৌলিক মানবাধিকারের লঙ্ঘন বলে সমালোচনা করেছেন তিনি। তাই শান্তিতে ২০১০ সালের নোবেল পুরস্কার পেয়েছেন চীনের কারাবন্দি মানবাধিকার কর্মী। নরওয়ের অসলোতে নোবেল পুরস্কার কমিটি শুক্রবার তার নাম ঘোষণা করেছে। পুরস্কার হিসাবে লিউ ১ কোটি সুইডিশ ক্রোনা (১৫ লাখ ডলার) পাচ্ছেন।

তবে চীন সরকার লিউয়ের এ পুরস্কার জয়কে নোবেলের নীতি পরিপন্থী বলে মন্তব্য করেছে এবং এতে করে চীন-নরওয়ে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে হুঁশিয়ার করেছে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.