আমাদের কথা খুঁজে নিন

   

বরষা দিনে কিছু মন ছুঁয়ে যাওয়া গান ডাউনলোড লিংক সহ

কিছু বলার নাই

এমনও বরষা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অলস বীণ মনে কি পরে প্রিয় আমি শুধাব তোমায় বল দেখি কোনদিন মোরে ভুলিবে কি.....হায় তুমি নেই বলে মোর সাথে তাই কি বিরহ বরষাতে [ নজরুল সংগীত] শুনতে চাইলে এইখানে দেখছ কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কিনা জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায় ...।। [সুভমিতার একটই চমৎকার গান ] এইখানে ক্লিক করেন বরষা মানে না ঝরেছে জলধারা জানিনা জানিনা কাটবে কি ঘনঘোটা [ শিরমানহীন] শুনুন এইখান থেকে শাওন গননে ঘোরও ঘনঘটা কুঞ্জপথে সখি কেসে যাওয়াবা অবলা কামিনীরে [রবীন্দনাথের গান] এইখানে ক্লিক করেন মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলেছে কূল মিলেছে আমি তো আর নাই ক্লিক করেন আর মজা নেন বাদল দিনে প্রথম কদম ফুল তুমি করেছ দান আমি দিতে এসেছি শ্রাবণেরও গান এইখানে আমাকে এখন কেন কমেন্ট করতে দেয় না কেউ কি বলতে পারেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।