আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো বরষা এবং আমি



এই এলোমেলো ঝিরঝির বরষায় অনেকদিন পর লিখতে বসলাম।সময়ের নীরব আলোকছটায় জীবনের অনেক গুলো বরষা পেছনে ফেলে এসেছি,দেখেছি মেঘের গায়ে বরষার নাচ,শুনেছি নূপূরের কান্না,বরষা কী কাঁদায়?আজও কী দু ফোঁটা অশ্রু ঝরে পরে তোমার অধর বেয়ে... সম্প্রতি এই বরষা আমার সুপ্ত মনের অজানা জানালায় খেলা করছে বারবার।কখনোবা মনের এ জানালায় কখনোবা অন্য কোন জানালায়।মনে হয় বলি 'হে নিয়তি ক্ষমা কর আমায় আমি যে আর তোমার নগ্ন খেলার অংশীদার হতে পারছি না' বরষার খোলা চিঠিতে আর কোন লেখা নাই থাকুক,থাকুক বরষা দিনে ভালবাসার অনুভূতি আর স্বপ্নগুলো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।