আমাদের কথা খুঁজে নিন

   

‘’প্রশ্নবোধক চিহ্ন’’

আমি শুধুই আমি...অন্য কেউ নয়

এক্‌টি নতুন অক্ষ্‌র কে ঘিরে স্বপ্ন দেখছি আজকাল হকারের বস্তা থেকে কুঁড়িয়ে পাওয়া এক্‌টি অক্ষর নাম নেই, কোন তারিখ নেই--- শুধুই এক্‌টি চিহ্ন উলটো করে লিখতে গেলে সোজা হয়ে যায়। চোখের কোণে শেষ বিকেলের আলো রেখে যায় রেখে যায়,তাজা রক্তে আঁকা এক্‌টি সাক্ষর। । গুনীজনে হিসেব কষে তার মাত্রা’র ছক আঁকে বাক্সবন্দী স্বরলিপি চোখ লাল করে চেয়ে থাকে পড়ে থাকুক,থাকুক পশ্চাতে ওই নষ্ট বর্ণ্‌মালা শীতের ভোরে কুয়াশার নিচে আলো ছায়ার খেলা একটি নতুন অক্ষর,জানে এক্‌টা নতুন কবিতা শুনতে কিছুটা অদ্ভুত শুনায়,কেউ বোঝে না মানে টা গভীর রাতে অলিতে গলিতে খুজে পাওয়া কিছু উপমা আর কড়া রোদ্দুরের শিকল ছিড়ে ক্ষুধার্ত বৃষ্টি নামা। ।

এক্‌টি নতুন অক্ষর-- এক্‌টি লোমশ শিশুর ধরণীতে প্রত্যাবর্তন একটা ভাঙ্গাচোরা গাড়ির ইঞ্জিনের কান ঝালাপালা করা শব্দ মুহূর্তেই অতিষ্ঠ হয়ে আসা ট্রাফিক জামের আত্মসমর্পণ এক্‌টি নতুন অক্ষর ফিরে দেখা একান্তই নিজের এক্‌টি শহর কিছু রঙ্গিন সুতোয় গাঁথা এক্‌টা মায়াবী চাদর কিছু বিপ্লবী চেতনার অনাকাঙ্খিত মুক্তি আর সবুজ ঘাসে ঢাকা এক্‌টি স্‌মাধি। মাঝে এক্‌টা প্রবল ঝড় কিছুদিন ধরে নিশ্চুপ চেনা সব অক্ষর হয়তো বুক জ্বেলে দিয়ে গেছে গ্রীষ্মের খরতাপ না হয় কলমের কালি ই বা ফুরায়ে গিয়েছে কানে বেজেছে অবিরাম সাদা পৃষ্ঠাগুলোর আর্তনাদ ক্ষয় হয়ে যাওয়া পুরোনো কিছু পথ রেখে যায় পদচিহ্ন,শুকিয়ে যাওয়া সাগর বাতাসের স্বাদে ভেসে আসা লাশের কটু গন্ধ আর ভূলের স্রোতে মিশে যাওয়া পুরোনো সেই অক্ষর। । একদিন পিছু ফিরে চাবে নক্ষত্রখচিত কোন প্রহর, বিকৃত চাঁদ শুধু মুখ গোমড়া করে হাসবে সেদিন অসহায় শিশুর মন খারাপ করা কান্না দেখে ঘুম পাড়ানী গান হয়ে ফিরে আসবে প্রাণের অক্ষর, অস্তিত্বের উত্তর। তাকে ঘিরে দুর্বোধ্য সব শব্দ সাজাবে গৃহকোণ এলোমেলো হাওয়াতে অগোছালো পৃষ্ঠাগুলো আবার মলাট্‌হীন খাতায় ফিরে পাবে ঠাঁই কবি্র হাতে তখন বল্‌পয়েন্ট,পাশে প্রিয়দর্শীনী আর কবিতার শিরোনামে ছোট্ট এক্‌টি অক্ষর, যার নাম কখনো জানা হয়নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.