আমাদের কথা খুঁজে নিন

   

দিনে চার কাপ কফিতে স্বাস্থ্যঝুঁকি

দিনে চার কাপ কফি পানে মানুষের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। দীর্ঘ এক গবেষণার ফলাফলের বরাত দিয়ে সম্প্রতি এ দাবি করা হয়েছে। আজ শনিবার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এ কথা জানানো হয়।

মার্কিন অর্থায়নে পরিচালিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল এ গবেষণা পরিচালনা করে।

১৯৭৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ২০ থেকে ৮৭ বছর বয়সী ৪৩ হাজার ৭২৭ জন নারী-পুরুষের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ৯০০ জন পুরুষ ও নয় হাজার ৮২৭ জন নারী।

গবেষণার ফলাফলের আলোকে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা দাবি করেছেন, সপ্তাহে ২৮ কাপের বেশি কফি পানকারী ৫৫ বছরের কম বয়সী নারী-পুরুষের মৃত্যুর হার ৫০ শতাংশেরও বেশি। এ কারণে কম বয়সীদের মাত্রাতিরিক্ত কফি পান পরিহার করা উচিত বলে পরামর্শ দিয়েছেন গবেষকেরা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.