আমাদের কথা খুঁজে নিন

   

”দিনে দিনে বহু বাড়িযাছে দেনা শুধিতে হইবে ঋন ”



স্বাধীনতার ৩৬ বছরে এ প্রিয় স্বদেশ কেন কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারলোনা, এমন প্রশ্ন আমাদের মনে জাগতেই পারে। এজন্য আমরা একে দোষী, ওকে দোষী, পরস্পর অযথা ঝগড়া-বিবাদে লিপ্ত হই । কিন্তু প্রকৃত দোষীকে চিহ্নিত করলাম কই ? গ্লোবাল-ভিলেজের যে সব মোড়লরা আমাদের নাচাচ্ছে, কাদাচ্ছে, রক্ত ঝড়াচ্ছে, তাদের চাদরের নীচ থেকে বেরুতে পারলাম কই ? এখানেই আমাদের ট্রাজেডী । মুসলিম পরিচয অস্বীকার করে আমরা কত চেষ্টাইনা করেছি ওয়েষ্টার্ন হতে, চেয়েছি সেক্যুলার হতে, তবুও আমাদের শেষ রক্ষা হয়েছে কি ? আমাদের কুষ্ঠিনামা ওদের জানা । তাই সমাজবাদী, পুঁজিবাদী, বস্তুবাদী পরিচয় জাহির করার পরও তথাকথিত ঐ বনেদী বিশ্বে আমাদের জায়গা হয়নি। বরং দিনে দিনে আমাদের বেড়েছে দেনা । শত চেষ্টা করেও প্রভুদের মন জয় করা যায়নি । আসলে গোলামী মানসিকতা নিয়ে কোন কিছুই জয় করা যায় না । বরং তাতে লাঞ্চনার-গঞ্জনার ও তিরস্কারই ভাগ্যে জোটে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.