আমাদের কথা খুঁজে নিন

   

দিনে দিনে পার হয়ে গেলো ৪ টি বছর.......এখন কি?

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!
একেকটি দিন মনে হতো কত দূর! ছোটবেলায় সব সময়ই মনে হতো দিন এত দেরি করে কাটে কেন। কখন যে দিন ,মাস বছর যাবে আর আমি বড় হবো। বাড়ির সবার শাসনে যেন অতিষ্ট। তাই বড় হতে চাই দ্রুত। পিচ্চিকালে কত যে স্বপ্ন দেখেছি বড় হওয়া আর ক্ষমতাবান হওয়া নিয়ে, সেটা বলার মতো নয়।

বড় হলে অনেক স্বাধীনতা আর কম বকাঝকা- তাই ইচ্ছা তীব্র ছিল বড় হওয়ার, বুড়ো হওয়ার। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন কিছুটা বড় হয়ে মনে হচ্ছে আসলে কাজের বড় তেমন হতে পারিনি। হওয়ার জন্য হওয়া হয়েছে, উপলদ্ধি ও অনুভবের হওয়া হয়েছে, জীবনের হওয়া হয়নি, স্বপ্নের হওয়া হয়নি। ব্লগে যখন হাত এসে পড়ে- তখন থেকে আজ যে স্ট্যাট দাড়ায় তাতে উপরের সবগুলো কথা যেন আরো সত্য হয়ে ধরা দেয়। '''' পোস্ট করেছেন: ১৪টি মন্তব্য করেছেন: ৮৬টি মন্তব্য পেয়েছেন: ৪০টি ব্লগ লিখেছেন: ৪ বছর ৪ দিন ব্লগটি মোট ২৫৩০ বার দেখা হয়েছে।

'''' মনে হয়, জীবনের দিন গুলো শুধু কাটছে, আর কাটছে আর আমি হাটছি পথের খোঁজে। অনেক স্বপ্ন আর ইচ্ছার ঝুলি নিয়ে তাই চলছি, হাটছি, কখনো দৌড়াচ্ছি,, কিন্তু বাস্তবতা যে বলে- দৌড়াতে হবে আরো জোরে.....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.