আমাদের কথা খুঁজে নিন

   

প্রীতি হত্যাকাণ্ডের বিচার চায় পরিবার

শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আগে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে প্রীতির স্বজন, বন্ধু ও জনপ্রতিনিধিসহ শ’খানেক মানুষ অংশ নেন।
সংবাদ সম্মেলনে প্রীতি দাশের স্বামী মিন্টু দাশ বলেন, “খেলাচ্ছলে কেউ এমন কিছু করে, যা অন্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সে রাতে যে পাথর ছুড়েছে সে হয়ত জানেও না এর পরিণতি কী? সেই পাথরে আমার জীবনের কত বড় ক্ষতি হয়ে গেল। ”
“আমার স্ত্রীকে আর ফেরত পাব না। প্রীতির বাবা আর তার মেয়েকে ফিরে পাবে না।

কিন্তু দাবি জানাতে চাই, আর কোনো স্বামী যেন এভাবে স্ত্রী না হারায়,” কান্নাজড়িত কণ্ঠে বলেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রীতির বাবা দিলীপ কুমার দাশ বলেন, “আমার একমাত্র মেয়ে চিরবিদায় নিয়েছে। ঘাতকের হাতে যেভাবে আমার মেয়ের হত্যাকাণ্ড হয়েছে, আমি চাই তার বিচার হোক। আর কোনো পিতা যেন সন্তান হারা না হয়। ”
গত ১০ অগাস্ট রাতে চট্টগ্রাম থেকে তূর্ণা নিশিথা ট্রেনে স্বামী মিন্টুর সঙ্গে ঢাকা যাচ্ছিলেন প্রীতি দাশ।

ভাটিয়ারি ভাঙ্গা সেতু এলাকায় ট্রেনের জানালা লক্ষ্য করে ছোড়া দুর্বৃত্তদের ঢিলের আঘাতে জ্ঞান হারান প্রীতি দাশ। পরে তিনি মারা যান।
এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদি হয়ে মামলা করেছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তারও করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রীতি দাশের শ্বশুর সুকুমার দাশ ও মিন্টু দাশের বন্ধু খোরশেদ আলম চৌধুরী।


এর আগে সকালে ‘এটা নিছক দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড’ স্লোগান নিয়ে মানববন্ধন  হয়। এতে ১১টি দাবি জানানো হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হল- দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়া, চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করা , ঝুঁকিপূর্ণ এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে জনসচেতনতা সৃষ্টি, সারাদেশে এ ধরনের ঘটনার পরিসংখ্যান ও অপরাধের শাস্তি উল্লেখ করে বিলবোর্ড স্থাপন ও ঝুঁকিপূর্ণ স্থান অতিক্রমের আগে ট্রেনে সর্তকতা ঘোষণা দেয়া।
পাশাপাশি রেল কর্মচারীদের প্রশিক্ষণ এবং ট্রেনে জরুরি মেডিক্যাল টিম রাখা বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, প্রীতি দাশের প্রতিবেশী সৈয়দ মফিজুর রহমান, মিন্টু দাশের বন্ধু মশিউর রহমান, প্রীতি দাশের শ্বশুর সুকুমার দাশ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।