আমাদের কথা খুঁজে নিন

   

স¤প্রীতি

জীবনে প্রাণ আসুক। প্রতিটা মুহূর্তকে আমরা সুন্দর করে তুলি। স¤প্রীতি আমাদের সমাজে স¤প্রীতি কি এতই ঠুনকো? প্রশ্নটা করলাম নিজেকে। জবাব তো আপনার/আমার জানা আছে। আমার মনে পড়ল ছোটবেলার কথা।

ছোটবেলা সকালের কোমল রোদের মতো। সেই রোদে আমরা বেড়াতে যেতাম পাশের হিন্দু পাড়ায়। মোয়া, মুড়ি আর পান্তা ভাতে ভরে যেত আমাদের হৃদয়। দুই হাতে প্যান্টের পকেটে অথবা লুঙ্গির কোঁচায় আনন্দ ভরে নিতাম, আদর ভরে নিতাম। রামুর ঘটনার পর আজ সেইসব মনে পড়ছে।

আমার কষ্ট হচ্ছে, খুবই কষ্ট পাচ্ছি। ধর্মে তো হানাহানি নাই। তবে কেন আমরা বারবার হানাদার হয়ে যাই? এ প্রশ্ন নিয়ে আমি ছোটবেলায় যাই রোদ পোহাতে। আমার মনে হয়, আমাদের সবাইকে যেতে হবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।