আমাদের কথা খুঁজে নিন

   

"অগ্নিকন্যা প্রীতিলতা"



"অগ্নিকন্যা প্রীতিলতা"...আষাঢ়ের প্রথম দিনে এমন বৃষ্টি অতি সাধারন,প্রার্থনীয় এবং মুগ্ধতাবোধের দিগন্তরেখায় দাঁড়িয়ে ভেজা পায়ে ঘাসের উপর ছড়িয়ে থাকা ভাললাগার মতো প্রিয়-দর্শনীয়। কিন্তু,বৃষ্টির সাথে ঝরে পড়া কৃষ্ণচূড়া আমায় চমকে দেয়। বসন্ত শেষ সেই কবে-তবু বসন্ত দিনের কৃষ্ণচূড়ারা যেন বছর জুড়ে ছড়িয়ে রাখবে তাদের ডালপালা।উড়ে যাওয়া চিলের পাখায় এঁকে দেবে আরাধ্যের অনির্দীষ্ট রেখাহিন বিস্তৃত মুখ। ফুটপথ ধরে হেঁটে আসার সময় সেই সব লাল হলুদের মাঝে ঘুমিএ থাকা সবুজের কন্যারা-কৃষ্ণচূড়া হয়ে ঝরে পড়ে টুপ করে,আমি চমকে উঠি- হাত বাড়িয়ে তাদেরকে টেনে আনি,ছড়িয়ে দেই আমার দুই বিলাসিত ভ্রুউগলের এক অনন্য প্রহরায়। তারপর হেঁসে উঠি রাস্তায় বসা পাগলী মেয়ের মতো; ভাবি আমিই প্রীতিলতা...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.