আমাদের কথা খুঁজে নিন

   

বিজলী বাতি!



আমার ছেলেবেলাতে আমার গ্রামে কুপির আলো ছাড়া কোনো আলো ছিলো না। বিজলী বাতি ছিলো মাইল পাঁচেক দূরে। স্বপ্ন ছিলো কবে লাইন আসবে আর কবে উজ্জল আলোতে লেখাপড়া করব। আমার সে স্বপ্ন পূরণ হ্য় নি। এখনও কত বাড়ি দেখি - অন্ধকারে ঢাকা।

তাদের স্বপ্ন পূরণে একটা বড় বাধা আমাদের বিলাসিতা। কিভাবে? আমরা প্রতিনিয়ত অপচয় করছি আমাদের সীমিত সম্পদ। এ সম্পদ রক্ষা করতে হলে এখনই হতে হবে সচেতন। আসুন সবাই মিলে সচেতন হই: ১। বৈদ্যুতিক সরন্জাম (টিভি, রেডিও, সিডি প্লেয়ার) শুধু রিমোট দিয়ে বন্ধ না করে বোতাম চেপে বন্ধ করি।

বোতাম চেপে না বন্ধ করে শুধু রিমোট দিয়ে বন্ধ করলে ৮০% পর্যন্ত অপচয় হয়। ২। বৈদ্যুৎ সাশ্রয়ী বাতি ব্যবহার করি। এতে ২০-২৫ ওয়াটের বাতি দিয়ে ১০০ ওয়াটের উজ্জলতা পাওয়া যায়। ৩।

রুম থেকে বের হলে অবশ্যই বাতি, ফ্যান বন্ধ করতে হবে। ৪। পানির অপচয় রোধ করে বিদ্যুতের উপর থেকে চাপ কমাতে হবে। পানির সরবরাহে অনেক বিদ্যুতের দরকার পড়ে। ৫।

বৈদ্যুতিক হিটার ও রুম হিটার ব্যবহারে সচেতন হতে হবে। ৬। এ সি সেটিং ২৪ ডিগ্রীর উপরে রাখলেও বিদ্যুত সাশ্রয় হয়। ৭। ওয়াশিং মেশিনে হট ওয়াশ না করে ওয়ার্ম ওয়াশ করতে হবে।

আমরা সবাই মিলে বৈদ্যুত সাশ্রয়ে ভূমিকা পালন করলেই কেবল সবার কাছে বিজলী বাতির আলো পৌছে দেওয়া সম্ভব হবে। আমার গ্রামে বিদ্যৎ লাইন টানা হয়েছে: কিন্তু হায় লো ভোল্টেজ। আমার কুপির আলোই ভালো ছিলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।