আমাদের কথা খুঁজে নিন

   

মাছের রাজা ইলিশ এন্টিভাইরাসের রাজা ESET

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।

বিভিন্ন সময় ব্লগে লক্ষ করলে দেখা যায় যে, অনেক ব্লগার জানতে চান তার কম্পিউটারের জন্য কোন এন্টিভাইরাসটি ব্যবহার করবেন? তো এ ক্ষেত্রে একেক জন এক এক এন্টিভাইরাসের নাম বলে থাকেন। তবে সব এন্টিভাইরাস এক ধরনের সুবিধা দেয় না। বরং কিছু কিছু এন্টিভাইরাস আছে যে গুলো সুবিধা তো দেয় ই না বরং কম্পিউটারে আরও ভাইরাসের জন্ম দেয়।

তো আমার ব্যক্তিগত জীবনে কম্পিউটার ব্যবহার করে অনেক এন্টিভাইরাস ব্যবহার করেছি। তো সকল ভাইরাস এ ই কিছূ না কিছূ অসুবিধার সৃষ্টি করে। কিন্তু বিগত এক বছর যাবত eset এন্টিভাইরাসটি ব্যবহার করে ভাল ফল পাচ্ছি্। এবং এর মধ্য অন্যান্য ভাইরাসের তুলনায় কতিপয় বিশেষ সুবিধা পাওয়া যায়। যেমনঃ এটি কম্পিউটারের সকল প্রকার ভাইরাস মেরে ফেলে।

যা অন্য কোন এন্টিভাইরাস করতে পারে নি। তাছাড়া এটি কম্পিউটারের গতি কমিয়ে দেয় না। স্বাভাবিক গতিতে এই ভাইরাস সেটাপ করার পর কাজ করা যায়। এবং এটির টায়াল ডে ৩০দিন সম্পূর্ণ ভাইরাস মুক্ত রাখে। এমনকি ৩০দিন পরে এর নিউ আপডেড না আনলেও পরবর্তী ৭ পর্যন্ত কম্পিউটার ভাইরাস মুক্ত রাখতে পারে।

এবং এটি দিয়ে অতি সহজে খুব কম সময়ে কম্পিউটার স্কেন করা যায়। এবং কম্পিউটারের সকল ভাইরাস সাথে সাথে ডিলেক্ট করে ফেলে। কিভাবে ডাউনলোড করা যায়ঃ প্রথমে আপনি এই লিংকে http://www.eset.eu/download/ess-trial-form প্রবেশ করবেন অতপর আপনার একটি ই-মেইল ঠিকানাটি চাওয়া হবে এবং আপনার ই-মেইলে একটি মেইল পাঠানো হবে। সেখানে আপনাকে একটি ইউজার নেম এবং একটি পার্সওয়ার্ড দিয়ে আপনাকে ৫ বছরের জন্য একটি লাইসেন্স দেওয়া হবে। তারপর আপনি এই লিংকে Click This Link এন্টিভাইরাস ডাইনলোড করতে ডাইনলোড লেখার উপর ক্লিক করুন।

এখানে একটি টেবিলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাওয়া হবে তা দিবেন । এবং সাথে সাথে ডাউনলোড হতে থাকবে। অতপর এন্টিভাইরাস সেটাপ করুন আর মজা দেখুন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।