আমাদের কথা খুঁজে নিন

   

রুপালী জ্যোৎস্না

ফোঁটায় - ফোঁটায় লিখব!

রূপালী জ্যোৎস্নার বন্যায় দেখ ধরণী নাইছে ঐ – কতদিন বল দেখিনি এমন স্বপন লুকোচুরি, শরত হাওয়ায় – এ শ্যামলিমায় হাসির ছড়াছড়ি! মেঘ সরিয়ে শশীর বদন – অমনি লুকায় কই? শোন কি প্রিয়া, মোদের হিয়ায় – উল্লাস ও হই-চই !! দেখ দেখ, ছুটে চলে ঐ – শত সহস্র তারারা, সদ্য-স্নাত গগণ ললিতার কেশ থেকে ঝরা। আঁখি তোল, হৃদয় খোল – হাত ধর মোর সই – গগণ – পবন মুখরিয়া আজ স্বপনের কথা কই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।